TRENDING:

Shefali Jariwala Postmortem Report: ঠিক 'এটাই' 'কাঁটালাগা গার্ল' শেফালির মৃ*ত্যুর আসল কারণ! অবশেষে হাতে এল ময়না তদন্তের রিপোর্ট, ডাক্তাররা জানালেন 'গোপন' সত্যি

Last Updated:

Shefali Jariwala Postmortem Report: শেফালি জরিওয়ালা মৃত্যু মামলায় নয়া তথ্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সামনে এসেছে। দ্রুত রক্তচাপ কমে যাওয়া এবং হার্ট অ্যাটাকে মৃত্যু, এমনই উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, ২৭ জুন রাতে শেফালি জরিওয়ালা মারা যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ শেফালি জরিওয়ালা মৃত্যু মামলায় নয়া তথ্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সামনে এসেছে। দ্রুত রক্তচাপ কমে যাওয়া এবং হার্ট অ্যাটাকে মৃত্যু, এমনই উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, ২৭ জুন রাতে শেফালি জরিওয়ালা মারা যান। সেদিন তাঁর বাড়িতে একটি পুজো ছিল এবং সারাদিন উপোস করছিলেন।
'কাঁটালাগা গার্ল' শেফালি
'কাঁটালাগা গার্ল' শেফালি
advertisement

সারাদিন উপোস করে রাতের খাবার যখন খেতে বসেন, সেই সময় অজ্ঞান হয়ে যান শেফালি। সারাদিন না খাওয়ার পরেও সেদিন রাতে শেফালি রোজের মতো অ্যান্টি এজিংয়ের ইঞ্জেকশনও নেন। শেফালি বহু বছর ধরে বয়স কমানোর চিকিৎসা করাছছেম। ফলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ খেতে হয়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সারাদিন না খাওয়ার পরেও সেই কড়া ডোজের ওষুধ খান, তারপরেই অসুস্থ হয়ে পড়েন।

advertisement

আরও পড়ুনঃ ৪০ বিষাক্ত সাপের সঙ্গে সহবাস! ঘুম, খাওয়া, শোওয়া সবই তাদের সঙ্গেই! পেশায় ইঞ্জিনিয়ার ‘নাগরক্ষক’ রাকেশকে চিনুন, অবাক করবে

২৭ জুন রাতে শেফালীর শারিরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় শেফালির স্বামী পরাগ ত্যাগী মা এবং আরও কয়েকজন সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন। ফরেনসিক দল তাঁর বাড়ি থেকে ‘অ্যান্টি এজিং’ ওষুধের শিশি, ভিটামিন সাপ্লিমেন্ট, গ্যাস্ট্রিক বা গ্যাসের ট্যাবলেট-সহ বিভিন্ন ধরনের ওষুধ বাজেয়াপ্ত করেছে।

advertisement

অন্যদিকে, শেফালি জরিওয়ালা মৃত্যু মামলার লাগাতার তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় পরিবারের সদস্য, গৃহকর্মী এবং বেলভিউ হাসপাতালের এক চিকিৎসক-সহ আটজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ, তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shefali Jariwala Postmortem Report: ঠিক 'এটাই' 'কাঁটালাগা গার্ল' শেফালির মৃ*ত্যুর আসল কারণ! অবশেষে হাতে এল ময়না তদন্তের রিপোর্ট, ডাক্তাররা জানালেন 'গোপন' সত্যি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল