তুনিশার মা ইতিমধ্যে ধারাবাহিকের আর এক অভিনেতা সিজান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রয়াত নায়িকার প্রাক্তন প্রেমিক সিজানকে। আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে তিনি।
আরও পড়ুন: এনে দিতে হবে বাড়ির খাবার, কাটাতে চান না চুল! হেফাজতে নানা সমস্যায় নাজেহাল সিজান
advertisement
প্রয়াত নায়িকার মা দাবি করেছিলেন, সিজান নাকি সেটে বসেই মাদক সেবন করতেন। সেই প্রসঙ্গে সোমবারের সাংবাদিক সম্মেলনে সিজানের মা এবং বোনেরা জানান, অভিনেতা কোনও দিন মাদক সেবন করেননি। এবং পুলিশ ইতিমধ্যে সেই দিকে তদন্ত করছে।
সিজানের বোন ফালাক নাজের দাবি, সিজান-তুনিশার সম্পর্ক খুবই ভাল ছিল। তাঁদের মধ্যে বোঝাপড়া ছিল। অভিনেত্রীর তির উল্টে তুনিশার মায়ের দিকে। তিনি জানান, তুনিশার মা নাকি সিজানের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক মেনে নেননি। আর তাই তুনিশার মন খারাপ ছিল।
সিজানের মা শাফাক নাজ বললেন, ''তুনিশার মা দাবি করেছেন, আমার ছেলে তুনিশাকে থাপ্পড় মেরেছে। যদি আপনার সন্তানকে এভাবে মারধর করা হয়, তাও আপনি চুপ করে বসে থাকবেন নাকি! এমন যদি আমার সন্তানকে কেউ এভাবে হেনস্থা করত, মা হয়ে আমি বসে থাকতাম না! এরকম কিছু হলে উনি আমাকে ফোনে বলতে পারতেন না? কথা তো হত আমাদের। আমাদের বাড়ি এসে সিজানকে থাপ্পড় মারতে পারতেন না? কিসের অপেক্ষা করছিলেন? তুনিশার এই পদক্ষেপের? এসব অভিযোগ না তুলে ওনার উচিত, কেন এই পদক্ষেপ করল, সেটা খুঁজে দেখা। সত্যিটা সামনে আসা দরকার। একজন মা এটা কী করে করতে পারেন? আমিও বিচার চাই কারণ সে আমারও মেয়ের মতোই ছিল। তুনিশা আমার ছোট মেয়ের মতো। সে তো চলে গেল। অন্য দিকে আমার ছেলে। যে কিনা নির্দেষ, তাও সে জেলে। বনিতা (তুনিশার মা) ওর পিছনে পড়েছে।''
এর পরই বনিতাকে উদ্দেশ্য করে শাফাক প্রশ্ন করেন, ''আপনি কী চান বনিতাজি? আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আপনি কি চান আমার ছেলেও করুক? আপনি ওকে মানসিক ভাবে হেনস্থা করছেন!''