TRENDING:

Manoj Bajpayee On Interfaith Marriage With Shabana: দাম্পত্যে বাধা হয়নি ধর্ম! 'আমার স্ত্রী গর্বিত মুসলিম, আমি গর্বিত হিন্দু...' মুখ খুললেন মনোজ বাজপেয়ী

Last Updated:

Manoj Bajpayee On Interfaith Marriage With Shabana: ২০০৬ সালে বিয়ে করেন মনোজ বাজপেয়ী ও শাবানা ওরফে নেহা। তাঁদের ২০১১ সালে কন্যাসন্তান হয়, নাম আওয়া নাইলাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডের  সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম মনোজ বাজপেয়ী। বিহার থেকে দিল্লি, পরে মুম্বইতে গিয়ে মনোজের জীবনের অভিনেতা হয়ে ওঠার গল্প অনেকেরই কম-বেশি জানা।
দাম্পত্য নিয়ে কী বললেন মনোজ?
দাম্পত্য নিয়ে কী বললেন মনোজ?
advertisement

১৯৯৪ সালে দ্রোহকাল ও ব্যান্ডিট কুইন-এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মনোজ। তবে দর্শকমনে পরিচয় ও ভালোবাসা পেতে তার পর চার বছর কেটে যায় মনোজের জীবনের। সত্যা ছবিতে ভিখু মাতরের চরিত্র রাতের মধ্যে সুপারস্টার তৈরি করে মনোজকে। মনোজ বাজপেয়ীর স্ত্রী শাবানা রাজা। তাঁকে বেশিরভাগই চেনেন নেহা নামে। নেহা নিজেও বলিউডের একজন অভিনেত্রী। ২০০৬ সালে বিয়ে করেন মনোজ বাজপেয়ী ও শাবানা ওরফে নেহা। তাঁদের ২০১১ সালে কন্যাসন্তান হয়, নাম আওয়া নাইলাহ।

advertisement

১৯৯৮ সালে শাবানার নেহার প্রথম ছবি মুক্তি পেয়েছিল ববি দেওলের সঙ্গে 'কারিব' ছবিতে। হোগি প্যায়ার কি জিত, ফিজা ছবিতেও কাজ করেছেন তিনি। 'কারিব' মুক্তির পর প্রথম দেখা হয়েছিল মনোজ ও শাবানার। সেই বছরই ওই একই সময় মনোজের 'সত্যা' মুক্তি পেয়েছিল।

আরও পড়ুন: NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা

advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানান, বিয়ে নিয়ে কোনও সমস্যার মুখে পড়তে হয়নি কোনও দিনও। মনোজ নিজে ব্রাহ্মণ পরিবারের সন্তান৷ তবে তাঁদের বিয়ে নিয়ে কোনও কথা বলেননি৷ মনোজ স্পষ্ট জানান, ‘‘আমার স্ত্রী একজন গর্বিত মুসলিম, আর আমি গর্বিত হিন্দু।’’

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

শাবানা রাজা কখনও হিন্দু-মুসলিমকে আলাদা ভাবে দেখেননি। এই বৈশিষ্ট্য তাঁর রক্তে রয়েছে। তাঁর পরিবারও নিজেদের থেকে হিন্দুদের স্বতন্ত্র ভাবে না। কিন্তু সেই মেয়েকেই এক সময় নিজের ভাবনার বাইরে বার হতে হয়েছিল। মুসলিম হওয়ার জন্য চূড়ান্ত অপমান করা হয়েছিল তাঁকে। তবে সেটা অবশ্যই পরিবারের তরফে নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Manoj Bajpayee On Interfaith Marriage With Shabana: দাম্পত্যে বাধা হয়নি ধর্ম! 'আমার স্ত্রী গর্বিত মুসলিম, আমি গর্বিত হিন্দু...' মুখ খুললেন মনোজ বাজপেয়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল