আর এই সম্পর্কগুলোর মাঝেই আরও এক মিষ্টি সম্পর্ক হল মাসির সঙ্গে বোনপো-বোনঝিদের।আর কথাতেই রয়েছে মা এবং মাসি সমতুল্য। মাসি কথার অর্থই হচ্ছে দ্বিতীয় মা।তাই এক মা এবং দুই মাসি অর্থাৎ তিনজনেই এই ক্ষুদের কাছে মায়ের সমান।
advertisement
পেলেও টয়লেটে যান না? অনেক ক্ষণ ধরে ‘প্রস্রাব’ চেপে রাখেন? জানেন কী হয় এতে…! শিউরে উঠবেন
এই ক্ষুদের বয়স মাত্র ২২ মাস। তার বাড়ি বীরভূমের নলহাটি শহরে নলহাটি শহরের ২২ মাসের এই ক্ষুদে শিল্পী এখন টিভির পর্দায় উজ্জ্বলতম তারকা। নলহাটি শহর জুড়ে শুধু একটাই নাম ২২ মাসের ক্ষুদে এনা। সে সদ্য অভিনয় জগতে পা দিয়েছে এবং অভিনয় করেছে টিভির জগতের প্রথম সারির এক বাংলা চ্যানেলের সুপ্রসিদ্ধ মেগা সিরিয়ালে। আর এই সাফল্যের পিছনে রয়েছেন তার মা এবং দুই মাসি।এই অল্প বয়সে ক্ষুদের এই প্রতিভা দেখে অবাক অনেকেই।
৭৮৫টি সিম কার্ড! নাম এক, কিন্তু পরিচয় আলাদা! কলকাতার দেবলীনা যা কাণ্ড ঘটাল, গোটা দেশ পুরো থ…!
গর্বিত তার অভিভাবক-সহ নলহাটিবাসী ও গর্বিত সবাই। এই ক্ষুদে শিল্পীর অভিভাবক জানিয়েছেন এই ক্ষুদে শিল্পীর চোখের মনি দেখেই আপ্লুত হয়েছিলেন বিভিন্ন সিরিয়ালের পরিচালকরা এবং তার সুন্দর চোখের মনি আজ তাকে স্থান করে দিয়েছে টিভির পর্দার প্রথম সারির তারকাদের মধ্যে কাজ করার। পরিবার সূত্রে জানা যায় সদ্য কলকাতা থেকে একটি জনপ্রিয় মেগা সিরিয়ালের শুটিং করে নলহাটিতে ফিরেছে এই ২২ মাসের ক্ষুদে শিল্পী নলহাটির বাসিন্দা লব্যা প্রসাদ ওরফে এনা।
এনার মা বলেন আগামী দিনে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি মডেলিং এবং অভিনয় শেখাবেন। ইতিমধ্যেই এনা দুটি জনপ্রিয় বেসরকারি চ্যানেলের সিরিয়ালে অভিনয় করেছেন। ২২ মাসের এই ক্ষুদের হাজার চঞ্চলতার মাঝেও অভিনয় করতে সহযোগিতা করেছেন তার দুই মাসি।
সৌভিক রায়