TRENDING:

Lata Mangeshkar Favourite Actress: অভিনেত্রীদের গানে প্রাণ দিতেন লতা মঙ্গেশকর, সুরসম্রাজ্ঞীর পছন্দের নায়িকা কে ছিলেন? জানালেন শত্রুঘ্ন সিনহা

Last Updated:

শত্রুঘ্ন সিনহা বলেছেন, লতা মঙ্গেশকরের স্নেহ ও ভালোবাসা পেয়ে তাঁর পরিবার চিরজীবন কৃতজ্ঞ (Lata Mangeshkar Favourite Actress)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের প্রবীণ অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহার মুখে জানা গেল, সুরসম্রাজ্ঞী প্রয়াত লতা মঙ্গেশকরের পছন্দের নায়িকার নাম (Lata Mangeshkar Favourite Actress)। সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা দাবি করেছেন, তাঁর মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিনয় খুবই পছন্দ করতেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Favourite Actress)। শত্রুঘ্ন সিনহা বলেছেন, লতা মঙ্গেশকরের স্নেহ ও ভালোবাসা পেয়ে তাঁর পরিবার চিরজীবন কৃতজ্ঞ (Lata Mangeshkar Favourite Actress)। গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর।
Lata Mangeshkar Favourite Actress
Lata Mangeshkar Favourite Actress
advertisement

ওই সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছেন, 'উনি মাঝে মাঝে আমার ডায়গল ও অভিনয় নিয়ে কথা বলতেন। উনি আমার মেয়ে সোনাক্ষীর অভিনয়ও খুব পছন্দ করতেন। উনি বলতেন, আমি ওর (সোনাক্ষীর) খুব বড় ভক্ত। আমি তোমারও ভক্ত, কিন্তু সোনাক্ষীরও বড় ভক্ত'। শত্রুঘ্নের কথায়, 'আমি ওঁকে বলেছিলাম, এটা আমার পরিবার ও সন্তানদের জন্য খুবই বড় প্রশংসা। উনি বলতেন, উনি আমার ছবিগুলি এত এত বার দেখেছেন যে বহু ডায়লগ তাঁর মুখস্থ হয়ে গিয়েছিল'।

advertisement

আরও পড়ুন: লড়াই শেষ, প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

শত্রুঘ্ন সিনহা লতা মঙ্গেশকরের স্মৃতিরোমন্থন করতে গিয়ে আরও বলেছেন, 'আমি আ বতা দে তুঝে কেয়সে জিয়া জাতা হ্যায় জনপ্রিয় গানটির অংশ ছিলাম, গেয়েছিলেন লতাজি ও মহম্মদ রফি। আমারও কয়েকটা লাইন ছিল গানটিতে। আমার মাঝে কয়েকটা ডায়লগ বলার ছিল। রেকর্ডিংয়ের দিন আমি একটু দেরিতে পৌঁছেছিলাম। আমি তখন শ্যুটিং করছিলাম ফিল্মিস্তান স্টুডিওতে। তখন জানতে পারি ওই গানটি গাইবেন এমন সব কিংবদন্তিরা। আমি পালিয়ে যাই সেখানে। কিন্তু খুব দেরি হয়ে যাওয়ায় সব কিছু কেমন থমথমে হয়েছিল ওখানে। লতাদি আমার বিষয়টা জানতে পেরে গোটা পরিস্থিতি সামলে িনয়েছিলেন।'

advertisement

আরও পড়ুন: দু'বছর পর ফের একই পথে সুশান্তের গার্লফ্রেন্ড, শিরোনামে রিয়া চক্রবর্তী!

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

৯২ বছরের লতা মঙ্গেশকর এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা চলে তাঁর। প্রাথমিক ভাবে কিছুটা সেরে উঠলেও শেষ পর্যন্ত ৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar Favourite Actress: অভিনেত্রীদের গানে প্রাণ দিতেন লতা মঙ্গেশকর, সুরসম্রাজ্ঞীর পছন্দের নায়িকা কে ছিলেন? জানালেন শত্রুঘ্ন সিনহা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল