TRENDING:

Shatrughan Sinha: ‘সেলিব্রিটিদের শুধু ব্যবহার করা হয়, শেখানো হয় না’! স্বাধীনতা বিতর্ক উস্কে নাম না করেই কঙ্গনাকে খোঁচা শত্রুঘ্নর

Last Updated:

Shatrughan Sinha: অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে যোগদান ঘিরে বিতর্কও হয়েছে বিস্তর৷ এবার ফের সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন বর্ষীয়ান অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজনীতির সঙ্গে অভিনয়ের সম্পর্ক পুরনো৷ অভিনেতা থেকে নেতা হয়েছেন, এমন উদাহরণ অসংখ্য৷ অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে যোগদান ঘিরে বিতর্কও হয়েছে বিস্তর৷ এবার ফের সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন বর্ষীয়ান অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা৷ পরোক্ষভাবে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিশানা করলেন তিনি৷
‘সেলিব্রিটিদের শুধু ব্যবহার করা হয়, শেখানো হয় না’! স্বাধীনতা বিতর্ক উস্কে নাম না করেই কঙ্গনাকে খোঁচা শত্রুঘ্নর
‘সেলিব্রিটিদের শুধু ব্যবহার করা হয়, শেখানো হয় না’! স্বাধীনতা বিতর্ক উস্কে নাম না করেই কঙ্গনাকে খোঁচা শত্রুঘ্নর
advertisement

শত্রুঘ্ন সিনহা এদিন বলেন, ‘‘রাজনৈতিক দলগুলি অনেক সময় শুধু জনপ্রিয়তার জন্য চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে নিয়ে আসে, কিন্তু তাদের ন্যূনতম রাজনৈতিক বা ঐতিহাসিক জ্ঞানও দেওয়া হয় না। এর ফলেই বিব্রতকর মন্তব্য, বিতর্ক এবং দ্রুত রাজনীতি ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।’’ ‘নির্বাচন জিততে সেলিব্রিটিদের ব্যবহার করা হয়, শাসন ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয় না’, মন্তব্য শত্রুঘ্নর৷

advertisement

আরও পড়ুন: ডিসেম্বরের শেষেই স্থান বদল শুক্রের! টাকা, প্রোমোশন…সাফল্যের চূড়োয় ৪ রাশি, ‘২৬ সালেও চলবে গোল্ডেন টাইম

ধর্মেন্দ্র ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বিকানিরের থেকে বিজেপির সাংসদ ছিলেন। কেন তিনি এরপর রাজনীতি ছেড়ে দিলেন—এ বিষয়ে কথা বলতে গিয়ে সিনহা বলেন, দায় যেমন অভিনেতার, তেমনি তাকে নিয়ে আসা রাজনৈতিক দলেরও।

advertisement

তিনি বলেন, “যারা তাকে নিয়ে এসে নির্বাচন লড়িয়েছিল, তারাও দায়ী। ভোটের দরকার পড়লে তারকাদের আনা হয়। কিন্তু নির্বাচন শেষ হলেই ফলো-আপ নেই, দিকনির্দেশ নেই, প্রশিক্ষণ নেই।”

সেলিব্রিটিদের দায়িত্ব দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর তাদের ব্রিফ করা ও প্রশিক্ষণ দেওয়া উচিত বলে তিনি জোর দেন।

আরও পড়ুন: একজোটে আমেরিকা, চিন, রাশিয়া, ভারত, জাপান? ‘পঞ্চশক্তি’ নিয়ে নতুন গ্রুপের পরিকল্পনা ট্রাম্পের? নতুন রিপোর্টে হইচই বিশ্বে

advertisement

এরপরেই পরোক্ষভাবে কঙ্গনা রানাওয়ারতের স্বাধীনতা নিয়ে করা বিতর্কিত মন্তব্যের উল্লেখ্য করে নাম না করেই কঙ্গনাকে খোঁচা দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‘‘কমপক্ষে তাদের বলুন, ভারত কবে স্বাধীন হয়েছে৷’’ সেলিব্রিটিদের রাজনীতির মৌলিক শিক্ষা নিয়েও প্রশ্ন তোলের শত্রঘ্ন৷ ‘‘জনসম্মুখে কথা বলার আগে অন্তত কিছু সাধারণ তথ্য জেনে নেওয়া উচিত৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

প্রসঙ্গত, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিজেপিতে যোগদানের পর এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘‘২০১৪ সালেই ভারত “আসল স্বাধীনতা” পেয়েছে, ১৯৪৭-এর স্বাধীনতা ছিল ভিক্ষা”৷ কঙ্গনার এই মন্তব্য নিয়ে একসময় প্রচুর বিতর্ক হয়েছে৷ রাজনৈতিক মহলের একাংশের মত, নাম না করে শত্রুঘ্ন ফের কঙ্গনাকেই খোঁচা দিলেন নেতা-অভিনেতা বিতর্ক উসকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shatrughan Sinha: ‘সেলিব্রিটিদের শুধু ব্যবহার করা হয়, শেখানো হয় না’! স্বাধীনতা বিতর্ক উস্কে নাম না করেই কঙ্গনাকে খোঁচা শত্রুঘ্নর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল