ঊষসী, অভিনেত্রীকে সবচেয়ে ভাল করে চেনেন 'জুন আন্টি' নামে। হ্যাঁ স্টার জলসার 'শ্রীময়ী' মেগা সিরিয়ালের খলনায়িকা ছিলেন তিনি, সেই নামেই বাংলার ঘরে ঘরে পরিচিত তিনি। তবে তাঁর একটা অন্য পরিচয় রয়েছে বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তীর একমাত্র মেয়ে তিনি, শতরূপ আর তিনি ভীষণ কাছের বন্ধুও বটে। রবিবার ছাঁদনাতলায় বসছেন শতরূপ, তারই এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে কমেন্টের ঝড় দেখা গিয়েছে।
আরও পড়ুন : জাতীয় পতাকা বিতর্কে এবার নাম জড়়াল নোরা ফতেহির! কী এমন ঘটল বিশ্বকাপে?
আরও পড়ুন : কাতারের স্টেডিয়ামে বাজছে নোরার গান! দর্শককূলের প্রতিক্রিয়ায় মুগ্ধ অভিনেত্রী
পাত্রী পহেলি সাহা। টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তবে শতরূপ পহেলির যোগসূত্র কিন্তু রাজনীতির ময়দানেই। একসঙ্গে রাজনীতির মিছিলে চলা থেকে জীবনের পথ চলা... নতুন জীবনের শুভেচ্ছাবার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যম জুড়ে। কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল সইসাবুদ করেই বিয়ে।
শতরূপ-পহেলি দুজনেরই বন্ধু ঊষসী। বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের ছবি শেয়ার করলেন নেটমাধ্যমে। মাঝে অবশ্য নিজের পিএইচডির পড়াশোনা শেষ করেছেন অভিনেত্রী। আপাতত বিরতিতে। আবার নতুন কোন রূপে দেখা যাবে ঊষসীকে? আপাতত সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।