মাত্র ২০ বছর বয়সে নিজের চেয়ে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সইফ আলি খান। কিন্তু এই বিয়ে সইফ করেছিলেন বাড়ির কাউকে না জানিয়েই। করণের শোতে এসে শর্মিলা জানালেন, সইফ বিয়ে করেছেন শুনে তিনি কেঁদে ফেলেছিলেন। ছেলের কাণ্ডে মোটেই অত্যন্ত কষ্ট পেয়েছিলেন মা শর্মিলা এবং বাবা টাইগার পতৌদি।
advertisement
সইফের কথায়, ‘‘মা আমাকে বলেন, আমি জানতাম তুমি কারও সঙ্গে থাকছো, কিছু একটা করছো। আমি বললাম হ্যাঁ। শুনে মা বললেন, শুধু বিয়েটা কোরো না। আমি বললাম আমি কালকে বিয়ে করেছি। আমি দেখলাম মায়ের চোখ দিয়ে জল পড়ছে।’’
‘‘তুমি আমাকে প্রচণ্ড কষ্ট দিলে, কেন বলোনি আমাকে?’’, সইফের অমৃতাকে বিয়ের কথা শুনে কেঁদে একথাই বলেছিলেন শর্মিলা ঠাকুর। অবশ্য শর্মিলার এই রাগ বেশিদিন স্থায়ী হয়নি। অমৃতার সঙ্গে আলাপের পর বৌমা হিসেবে তাঁকে বেশ পছন্দ হয়েছিল শর্মিলার। প্রসঙ্গত, ছেলের প্রথম স্ত্রীর প্রশংসা করার পাশাপাশি, তাঁর বর্তমান স্ত্রী করিনারও ভূয়সী প্রশংসা করেন শর্মিলা।