শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া সিজন ৩-র বিচারক আমন গুপ্তা হামেশাই সংবাদ শিরোনামে থাকেন। দেশে ফাস্ট ফুড চেন বাড়ানোর জন্য ১ শতাংশ ইক্যুইটি চাইতে এসেছিলেন দুই ভাই। আমন গুপ্তা একটা একটি চেক সই করে দিয়েছিলেন। কিন্তু চেকটি আবার ছিঁড়েও ফেলেন তিনি। এই নিয়ে ভাগ্য হাতছাড়া হল বলে তাঁদের অপমানও করেন। অন্যদিকে এবার আবার দুই বোন আমনের প্রস্তাব অস্বীকার করায় ক্ষিপ্ত হন তিনি।
advertisement
আরও পড়ুন– রোগা বলে হীনম্মন্যতা? সব ছেড়ে কলা কাজে লাগান এই ভাবে, পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবু
উত্তরপ্রদেশের আগ্রার দুই বোন দিব্যা এবং প্রজ্ঞা ২০১৬ সাল থেকে কোয়ার্কস্মিথ সিলভার জুয়েলারি ব্র্যান্ড চালান। কাব্যের ধারায় নিজেদের ব্র্যান্ডটিকে সকলের সামনে তুলে ধরেছেন তাঁরা। শার্কদেরও খুবই পছন্দ হয়েছে। ওই সংস্থার ১ শতাংশ ইক্যুইটির বিনিময়ে ৮ লক্ষ টাকা চেয়েছেন পিচাররা।
অনুপমা মিত্তল সন্দেহ প্রকাশ করে বলেন যে, ওই ব্যবসা পরবর্তী কালে বাড়বে কি না, সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। তাই পিছু হটেন। তাঁর পাশাপাশি হাত তুলে নিয়েছেন নমিতা থাপারও। তবে আমন গুপ্তা এবং অমিত জৈন কিছু শর্ত দিয়ে একটি প্রস্তাব দেন। যা দুই বোনেরই পছন্দ হয়নি। ফলে তা প্রত্যাখ্যান করেন তাঁরা।
আরও পড়ুন– ‘আট কোটি টাকার কল…’ খুশি মনে ফোন তুললেন মহিলা, মুহূর্তে জীবন নরক; ঘটনা শুনে হতবাক পুলিশও
প্রস্তাব নাকচ করায় প্রায় তেলেবেগুনে জ্বলে ওঠেন আমন গুপ্তা। তিনি বলেন, “আমাদের সময় নষ্ট করতে আপনারা কেন এসেছেন?” তাঁকে ঠান্ডা করার চেষ্টা করেন নমিতা। আমন বলে চলেন, “আমি এই চুক্তির বাইরে। দুর্দান্ত পিচ, আপনারা আপনাদের গল্পও সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনারা বললেন যে, আপনারা শিখতে চান, এগোতে চান। এখন যখন ব্যবসায়ীরা এই শোয়ে আসবেন, তাঁদের আমি বিশ্বাস করা বন্ধ করে দেব। যেভাবে আপনারা ব্যবসা চালাচ্ছেন, তাতে কিছু সিরিয়াসনেস থাকা উচিত। আমি দুঃখিত।”