বেঙ্গালুরুর এনআইসিই গ্রাউন্ডে এড শিরানের কনসার্টের ঠিক আগে গায়ক নিজের নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্ট করে দিয়ে জানিয়েছিলেন, “আমাদের কাছে গানের অনুমতি ছিল। আর আমরা যেখানে পরিকল্পনা করছিলাম, সেই একই জায়গাতেই গান করব। আমরা আচমকা কিছু করছি না। সমস্ত কিছুই ঠিক আছে। আজ রাতের শোয়ে দেখা হচ্ছে। নীচে একবার দেখে নিন!”
advertisement
এড শিরান সেই সময় নিজের জনপ্রিয় গান শেপ অফ ইউ গাইছিলেন। আর তখনই আসে বেঙ্গালুরু পুলিশ। আচমকাই মাঝপথে পারফরম্যান্স বন্ধ করে দেওয়া হয়। বেঙ্গালুরু সিটি পুলিশ আগেই অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। জানিয়েছে যে, শিল্পী, তাঁদের অবদান এবং পাবলিক পারফরম্যান্সের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। কিন্তু বিশেষ করে যাঁরা বিশাল সংখ্যক ভিড় আকর্ষণ করে, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আগে থেকে অনুমোদনের প্রয়োজন হয়। এক আধিকারিকের মন্তব্য, “শিল্পী এবং জনসাধারণ উভয়ের নিরাপত্তাই আমাদের প্রাথমিক উদ্বেগ।” অননুমোদিত জমায়েত ভিড় ব্যবস্থাপনা এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এড শিরানের শো আচমকা বন্ধ করে দেওয়ার বিষয়ে এআর রহমানের পুত্র এআর আমিনও প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন যে, “বেঙ্গালুরুর রাস্তায় এডের গান এভাবে থামিয়ে দেওয়া তো সারা বিশ্বের সঙ্গীত কিংবদন্তির প্রতি অসম্মান। নিজেদের শিল্পের মাধ্যমে শিল্পীরা আনন্দ এবং ঐক্য নিয়ে আসেন। আর তাঁরা এমন মুহূর্ত উপহার দেন, যা উদযাপন করার মতোই। তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। এটা একটা শহর এবং শহরবাসীর জন্য ক্ষতি।”
নিজের ‘+-=÷x Tour’-এর অংশ হিসেবে বেঙ্গালুরুতে এসেছিলেন এড শিরান। গত ৮ এবং ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এনআইসিই গ্রাউন্ডসে তাঁর গান গাওয়ার কথা ছিল। নিজের সেরা অ্যালবামগুলির জন্যই এড শিরানের এই ট্যুর। বিশ্বব্যাপী হিট গান শোনার জন্য শহরে এড শিরানের ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা।