কপিল শর্মার শো-তে গিয়ে নিজের কেরিয়ারের নানা স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা। তিনি বলেছেন, 'আমি প্রথম কমেডি ছবি করেছিলেন সত্তে পে সত্তা। রাজ সিপ্পি আমাকে এই ছবির অফার দিয়েছিলেন। আমি ভেবেছিলাম, আমাকে ভিলেন থেকে কমেডিয়ান তৈরি করতে চাইছেন কেন তিনি?' এর পরই মাওয়ালি ছবির কথা উল্লেখ করেন শক্তি কাপুর।
আরও পড়ুন: গড়িয়ার কারখানাতে অগ্নিকাণ্ডের জের, পাশের স্কুলগুলিতে চরম আতঙ্ক! পিছিয়ে গেল পরীক্ষা
advertisement
শক্তি কাপুর জানান, 'মাওয়ালি ছবির প্রথম শটেই কাদের খান আমাকে চড়ে মেরে মাটিতে শুইয়ে দেন। এর পর অরুণা ইরানির সঙ্গে দ্বিতীয় শট। সেখানেও তিনি আমাকে ঠেসে চড় মেরে মাটিতে ফেলে দেন। তৃতীয় বারও একই ঘটনা ঘটে।' শক্তি জানান, এ ভাবে পর পর চড়ের দৃশ্যে অভিনয় করার পর ভয় পেয়েছিলেন তিনি। এমন দৃশ্যে কাজ করলে এরপর তাঁর আর কোনও গুরুত্ব থাকবে না। পরবর্তীতে কাজ পেতেও সমস্যায় পড়বেন তিনি।
আরও পড়ুন: শ্মশানে শবদেহ এলেই স্কুলে বাজে ছুটির ঘন্টা! অদ্ভুত নিয়ম গোঘাটে
শক্তি জানান, সেই সময় অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ তাঁকে পরামর্শ দিয়েছিলেন অভিনয়ে থেকে সরে না যেতে। মাওয়ালি মুক্তি পাওয়ার পর সেই ছবি হিট হয় প্রবল ভাবে। শক্তি কাপুরের চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকমহলে। এর পর অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান ও ভিলেনের চরিত্রে বহু ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন শক্তি কাপুর।