বিশালের স্ত্রী রুচিরও শাহরুখ খান ছাড়া অন্য কিছুতে রুচি নেই। স্বামী-স্ত্রী মিলে আজ তাই যেন সেকেন্ড গোনা শুরু করে দিয়েছেন। ২৫ জানুয়ারি মুক্তি পাবে যশ রাজ ফিল্মস-এর ছবি পাঠান; দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামদের ভিড় ঠেলে এই দম্পতি শুধুই দেখবেন তাঁদের পছন্দের নায়ককে।
আরও পড়ুন- কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল, আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
advertisement
অবশ্য, প্রতীক্ষার প্রহর গোনা হালফিলে চলছে বললে বিশাল সিং একটু আপত্তি করতেও পারেন। যে দম্পতি শাহরুখ খানের প্রতি নতুন ছবির সঙ্গে প্রত্যেকবার গাড়ির রঙ আর থিম বদলে ফেলেন, তাঁদের তো তা গায়ে লাগারই কথা! যেমন সাফ জানিয়েছেনও বিশাল- বহু বছর ধরে তাঁর ইচ্ছা ছিল শাহরুখ খানকে একটা অ্যাকশন ছবিতে দেখার, এত দিনে এসে এবার পাঠান-এর দৌলতে সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে।
তবে, শুধুই গাড়ি নয়, শাহরুখ খানের ছবি দিয়ে নিজের বাড়িটাও আগাগোড়া মুড়ে রাখেন এই দম্পতি। বাড়ির দেওয়ালে তো প্রিয় অভিনেতার ছবি অনেকেই লাগান, বিশালের বাড়ির সিলিংয়ে পর্যন্ত শাহরুখ খানের ছবি থাকে। দরজা খুলতে গেলে সেখানেও চোখে পড়ে শাহরুখের ছবি। টেবিলে এসে খেতে বসলে টপেও দেখা মিলবে শাহরুখের। এসি-র গায়েও শাহরুখ! বাথরুম? আলবাত; সেটাও শাহরুখ খানের ছবি দিয়েই সাজানো!
আরও পড়ুন- 'বয়কট পাঠান' হয়ে গেল 'বয়কট পাটনা'! হাসির রোল নেটদুনিয়ায়
ফলে, বিশাল আপাতত বিশাল উত্তেজিত হয়ে রয়েছেন। সবার প্রতি তাঁর বার্তা- পারলে মুম্বইয়ের মরাঠা মন্দির প্রেক্ষাগৃহে গিয়ে যেন ছবিটা দেখা হয়। তিনি নিজেও তাই করবেন। সঙ্গে নিয়ে যাবেন বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রমের বাসিন্দাদের, সবাইকে মিষ্টিও বিলোবেন। এক ফাঁকে ঘুরে আসবেন নায়কের বাড়ি মন্নত থেকেও। তা ছাড়া ওই মরাঠা মন্দিরেই তো বছরের পর বছর ধরে চলে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। ওই রেকর্ড কেউ ভাঙতে না পারলেও বিশালের আশা- পাঠান তা চুরমার করবে।
করে কি না, সে দেখা যাবে! আপাতত রুচির একটাই বক্তব্য- সবাই যেন হলে গিয়েই ছবিটা দেখেন। করোনার দুঃসময় পেরিয়ে এত দিন পরে পুরো ভর্তি হলে যাওয়ার সুযোগ পাচ্ছি আমরা সবাই, তার উপরে শাহরুখ খানের ছবি বলে কথা, ফলে ভাল যে লাগবেই, তা একেবারে হলফ করে বলছেন রুচি।