TRENDING:

সলমনের জন্যই আজ আমি শাহরুখ হয়েছি: শাহরুখ খান

Last Updated:

সম্প্রতি ‘দশ কা দম’ রিয়্যালিটি শোতেও নজরে এল এই দুই বলিউডি নায়কের প্রেম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করণের জন্যই অর্জুন ৷ আর অর্জুনের জন্যই করণ ৷ সিনেমার সংলাপ হলেও, আজ যেন ফের করণ-অর্জুন প্রেমের পারদ তুঙ্গে ৷ তাই তো দু’জনে দেখা হলেই, গলায় গলায় ভাব আর বাক্যে শুধু মধু ৷ এক সময় এই মধুর সম্পর্কেই ছিল তিক্ততা ৷ প্রকাশ্যে এসেছিল শাহরুখ ও সলমনের দুশমনি ! তবে এখন সে সব অতীত ৷ এখন বলিউডে দোস্ত মানে শাহরুখ ও সলমন !
advertisement

সম্প্রতি ‘দশ কা দম’ রিয়্যালিটি শোতেও নজরে এল এই দুই বলিউডি নায়কের প্রেম ৷ আর শাহরুখ তো স্পষ্ট বলেই ফেললেন, ‘শাহরুখ খান হয়েছিল একেবারে সলমনের জন্যই !’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভাবছেন কেসটা কি? শাহরুখ জানালেন নিজেই ৷ শাহরুখের কথায়, ‘তখন বলিউডে সবে এসেছি ৷ সলমন খানেপ পিতা সলিম খান আমাকে তাঁদের বাড়িতে ডেকে ছিল ৷ ডিনার করেছিলাম৷ সেদিন অভিনয়, সিনেমা নিয়ে অনেক কিছু শিখেছিলাম সলমি খানের কাছ থেকে ৷ যা আজ আমাকে জমি পেতে সাহায্য করেছে বলিউডে ৷ তাই সলমনের পরিবারের ওপর আমি চিরকৃতজ্ঞ ! সলমন আমাকে যেখানে যেতে বলবে, সেখানেই যাব ! ওর জন্যই আজ আমি শাহরুখ খান !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের জন্যই আজ আমি শাহরুখ হয়েছি: শাহরুখ খান