নেটমাধ্যমে এই ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই মীরার ফ্যানেরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। নেটিজেনরা হার্ট ইমোজি বন্যা বইয়ে দিয়েছেন। অভিনেত্রী মৃণাল ঠাকুরও (Mrunal Thakur) পোস্টটিতে মন্তব্য করেছেন। মীরার সোশ্যাল মিডিয়া পোস্টগুলি বারে বারে প্রমাণ করে যে তিনি একজন গর্বিত মা। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর সন্তানদের প্রতিভা প্রকাশ করেন। সম্প্রতি তিনি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তার ক্যাপশনে তিনি লিখেছিলেন যে এই সুন্দর স্ন্যাপটি ছোট্ট মিশা ক্লিক করেছে। তিনি আরও উল্লেখ করেন তাঁর প্রিন্সেস ক্যামেরা দিয়ে কী ভাবে ভালো ছবি তুলতে হয় তা রপ্ত করতে পেরে গিয়েছে, যা তাঁকে মা হিসাবে গর্বিত করে তুলছে। তিনি আরও লিখেছেন যে তিনি সব সময় মিশার পাশে এই ভাবেই থাকবেন।
শাহিদ ও মীরা ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন এবং তার ঠিক এক বছর পরে ২০১৬ সালে মিশার জন্ম হয়। এই দম্পতি দ্বিতীয় সন্তান জাইন মিশার থেকে দুই বছরের ছোট।