মুম্বইয়ের ওড়লিতে ৫৬ কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি কিনেছেন এই সুপারস্টার। কেনার পর চটজলদি শিফ্টও করার চেষ্টাও করছেন সেই বাড়িতে। আপাদদৃষ্টিতে বাড়ি বদল করার পেছনে তেমন কোনও গুরুত্বপূর্ণ কারণ খুঁজতে যায়নি কেউই। তবে সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, দ্রুত বাড়ি বদলানোর কারণ বেশ গুরুতর।
পুরনো বাড়ির চত্বরে বেশ কয়েক মাস ধরে শুরু হয়েছিল দেহব্যবসা। জুহুর তারা রোডে অবস্থিত সেই বাড়ি। সূত্রের খবর অনুযায়ী, পুরনো বাড়ির আশপাশে দেহব্যবসা শুরু হওয়ার পরই শাহিদ এবং মীরার কানে খবরটি যায়। তৎক্ষণাৎ তাঁরা বাড়ি বদলে ফেলার সিদ্ধান্ত নেন। শাহিদ চান না তাঁর মেয়ে মিশা এমন পরিবেশে বড় হয়ে উঠুক।
তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের আগেই তাঁরা বাড়ি পাল্টাবার চেষ্টা করেছিলেন। যদিও এ বিষয় ব্যক্তিগত ভাবে শাহিদ কিংবা মীরা কেউই কোনও মন্তব্য করেননি। মন মতো সেরম বাড়ি এবং পরিবেশ পেতে বেশ সময় লেগেছিল শাহিদের।
