আজ থেকে প্রায় তিন দশক আগের 'গাটাকা' ছবির এই উক্তিই যেন বারবার মনে পড়ছে শাহরুখ খানের। অভিনেতা ট্যুইটেও তাঁরই ঝলক।
ঝুলিতে একের পর এক ব্যর্থ ছবি। বক্স অফিসে মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। অনেকেই ভেবেছিলেন, বাদশার রাজত্বকাল শেষ। তারই মধ্যে অভিনেতার ব্যক্তি জীবনেও বয়েছে ঝড়। তাঁর ছেলে আরিয়ানের গ্রেফতারি নিয়ে কম চর্চা হয়নি। যাবতীয় ঝড়-ঝাপটা সামলেই তিনি ফিরলেন। শুধু ফিরলেনই না। বক্স অফিস জয় করলেন রাজার মতো।
advertisement
তাই বোধ হয় সেই ছবির উক্তিটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাচ্ছেন শাহরুখ। তিনি লেখেন, 'আমার মনে হয়, জীবনটাও কিছুটা এই উক্তির মতোই। ফিরে আসা নিয়ে পরিকল্পনা করা যায় না। শুধু এগিয়ে যাওয়া যায়।'
আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পায়নি, কলকাতায় ব্ল্যাকে টিকিট কেটে ‘পাঠান’ দেখলেন ঢাকার নায়ক!
আরও পড়ুন: আমি, আমার স্বামী... ভিভ নাকি বিবেক? মাসাবার বিয়ের ছবিতে কার উদ্দেশ্যে লিখলেন নীনা
জীবনের উপলব্ধি সেই ট্যুইটেই উজাড় করে দিয়েছেন 'বাদশা'। তিনি লেখেন, 'ফিরে এসো না। বরং যা শুরু করেছ, তা শেষ করো। একজন ৫৭ বছর বয়সির উপদেশ এটা।
ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারটি। শাহরুখকে দেখে আরও একবার মুগ্ধ অনুরাগীরা। বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ভাঁড়ারে এসেছে ১০০ কোটির বেশি।