গত ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতে বসেছিল G-20 সম্মেলনের আসর৷ আর তার ঠিক দু’দিন আগে ৭ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে রিলিজ হয় ‘জওয়ান’৷ প্রথম দিনেই নিজের আগের সিনেমা ‘পাঠানে’রও সব রেকর্ড ভেঙে দেয় শাহরুখের নতুন সিনেমা৷ দলে দলে হুড়মুড়িয়ে ‘জওয়ান’ দেখতে ছুটছিল মানুষ৷ পরিস্থিতি এমনই হয়েছিল যে, জি-২০ সম্মেলনের আগে ‘জওয়ানে’র রিলিজ কোনও বিশৃঙ্খলা তৈরি করবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল আশঙ্কা৷
advertisement
আরও পড়ুন: কুন্তল-কাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যৌথ রিপোর্ট তলব! ‘ক্ষুব্ধ’ সিবিআই গেল হাইকোর্টে
গত রবিবারই ছিল জি২০ সম্মেলনের শেষ দিন৷ আর সেই দিনই জি ২০ সম্মেলনের সাফল্য নিয়ে ট্যুইট করলেন শাহরুখ৷ কিং খান লিখলেন, ‘সফলভাবে জি -২০ সম্মেলন আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন৷ অভিনন্দন, বিশ্বের মানুষের উন্নততর ভবিষ্যতের স্বার্থে বিশ্বনেতাদের মধ্যে একতার এক দৃষ্টান্ত তৈরি করার জন্য৷’
একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্য দিকে জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে মতপার্থক্য৷ এই সমস্ত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জি-২০ সম্মেলনে যে ভাবে রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন, তা অবশ্যই ভারতের কাছে বড় জয়৷ যদিও চিনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন সম্মেলনে যোগ দেননি৷
সোশ্যাল মিডিয়ার পোস্টে শাহরুখ আরও লিখেছেন, ‘এর
(জি২০ সম্মেলনের সাফল্য) প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি এনেছে। স্যার, আপনার নেতৃত্বে, আমরা বিচ্ছিন্নভাবে নয়, বরং একতায় সমৃদ্ধ হব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ…’
প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ইতিমধ্যেই ৩০০ কোটির উপরে ব্যবসা করেছে৷ অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-সিনেমায় মূলত বার্তা দেওয়া হয়েছে সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে৷ প্রথমে কৃষি, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা এবং সবশেষে প্রতিরক্ষার মতো বিষয় নিয়ে তোলা হয়েছে প্রশ্ন৷ যে সিনেমার দ্বিতীয়ার্ধের অন্তত ৩-৪ মিনিট সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শাহরুখের চরিত্র আজাদ৷ এমনকি, শাহরুখের প্রায় ভাইরাল হয়ে যাওয়া ডায়লগ- ‘বেটে কো হাত লাগানে সে পহেলে, বাপ সে বাত কর!’, নিয়েও আরিয়ান কাণ্ডের রাজনৈতিক যোগ টানার তুলনা টানা হয়েছে৷