তবে 'পাঠান' অন্যান্য ভাষার সংস্করণের ব্যবসার নিরিখে এখনও 'দঙ্গল'কে টেক্কা দিতে পারেনি। ২০১৭ সালে চিনে ম্যান্ডারিনে মুক্তি পেয়েছিল আমির খানের ছবিটি। সেখান থেকেই শুধু ১২০০ কোটি আসে 'দঙ্গল'-এর ঝুলিতে।
আরও পড়ুন: স্বস্তিকার সঙ্গে প্রেম করছেন দিব্যজ্যোতি? জল্পনার অবসান ঘটালেন পর্দার সূর্য
আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা
advertisement
চার বছর পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। স্বাভাবিক ভাবেই 'পাঠান' নিয়ে দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ৪৫৩ কোটি ও বিদেশে ২৭৬ কোটি টাকা আয় করেছে ছবিটি।
বিগত কয়েক বছরে লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক, বিগত কয়েক বছরে একাধিক ঝড়-ঝাপটা সামলেছেন শাহরুখ। 'পাঠান'-এর হাত ধরে ফিরে এলেন তিনি। বুঝিয়ে দিলেন, বলিউডে রাজার সিংহাসন শুধু তাঁরই।