'মন্নত'-এর দরজায় মরচে পড়েছিল! তাই চলছিল মেরামতির কাজ! এখন সেই দরজাও উধাও, উধাও স্বর্ণাক্ষরে নামাঙ্কিত নামফলকও। তার জায়গায় এসেছে ‘ডায়মন্ড নামফলক’। হিরে দিয়ে লেখা হয়েছে 'মন্নত'! বলা বাহুল্য, বাদশার স্বপ্নের মহলের হিরের নেমপ্লেট নিয়ে অনুরাগীদের মধে উত্তেজনা তুঙ্গে!
চলতি বছর এপ্রিল মাসেই সোনা দিয়ে খোদাই করা পুরনো নেমপ্লেট বদলে হিরের নেমপ্লেট বসানো হয়েছিল। সূত্রের খবর, নেমপ্লেটটি বানাতে খরচ পড়ে ৩৫ লাখ টাকা। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই নেমপ্লেট খুলে ফেলা হয়! কারণ? নেমপ্লেট থেকে একটি হিরে খুলে পড়েছিল। তারপর থেকে নামফলক উধাও অবস্থাতেই ছিল কিং খানের প্রাসাদ। এবার ছবিটা বদলাল! মন্নত-এর নতুন দরজার বাইরে ঝিলিক দিচ্ছে নয়া হিরের নেমপ্লেট। বাদশার ফ্যানেরা আর উত্তেজনা ধরে রাখতে পাড়েননি! দিনে-রাতে কেমন লাগছে শাহরুখের স্বপ্নের 'মন্নত'? তারই ছবি-ভিডিও পোস্ট হল টুইটারে।
advertisement
সূত্রের খবর, 'মন্নত'- এর নয়া নামফলক ডিজাইন করেছেন গৌরী খান। বলিউড লাইফ-এর একটি প্রতিবেদন জানাচ্ছে, '' বাড়ির 'বস' গৌরী খান, তিনিই সবকিছু ঠিক করেন! শাহরুখ খান এ-সবের মধ্যে ঢোকেন না। গৌরী খান-ই সিদ্ধান্ত নেন বাড়ির সবকিছুর, সবাই খুশিমনে তা স্বীকারও করে নেন।''