লন্ডন থেকে মুম্বই ফিরছিলেন তিনি৷ বিমানবন্দরে তাঁকে দেখা যায়, সাদা টপ এবং ডেনিম পরে হেঁয়ে আসছেন গাড়ির দিকে। সাদা চাপা জামায় স্পষ্ট হয়ে উঠেছে তাঁর স্তনবৃন্ত।
আরও পড়ুন: টাকা দিলে ব্রক্ষ্মাস্ত্রর মতো সিনেমাও হিট হয়, বিস্ফোরক দাবি কঙ্গনার
ভিডিওর মন্তব্য বাক্সে শাহরুখ-কন্যাকে আক্রমণ করা শুরু করেন নেটিজেনরা। তাঁদের আলোচ্য বিষয় হয়ে ওঠে, সুহানা কেন অন্তর্বাস ছাড়া বেরিয়েছেন। কেউ কেউ ঠাট্টা মস্করা করতেই ব্যস্ত।
advertisement
একই রকম ভাবে কয়েক মাস আগে কটাক্ষের শিকার হন বলি তারকা মালাইকা অরোরাও। পোষ্যকে নিয়ে মুম্বইয়ের হাঁটতে বেরিয়েছিলেন ব্রা না পরে। গোলাপি হুডির বাইরে দিয়ে তাঁর ‘নিপ্ল’ (স্তনবৃন্ত) স্পষ্ট ছিল। কুমন্তব্যের ঝড় বয়ে যায়।
অন্য দিকে চলতি বছরের শুরুতে 'এমিলি ইন প্যারিস' ওয়েব সিরিজের বর্ষীয়ান ফরাসি অভিনেত্রী ফিলিপাইন লেরয় বিউলিউ প্যারিস ফ্যাশন উইকে তেমনই বক্তব্যের প্রচার করেন। ব্রা না পরে নিজের শরীরের উপর সম্পূর্ণ দখল নেওয়ার কথা বললেন পোশাকের সাহায্যে। এর আগে মাইলি সাইরাস এবং কেন্ডল জেনারও একই ভাবে নিজেদের শরীরের প্রতি অধিকারের কথা বলেছিলেন।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অভিনয় করলেই বিপদ! বিস্ফোরক দাবি পাক অভিনেতা আলি জাফরের
এ বার সেই৷ তালিকায় নাম লেখালেন সুহানাও। কটাক্ষের শিকার হলেও তাঁদের কাছে পোশাক পরায় নিজেদের অধিকারই বেশি গুরুত্বপূর্ণ। আরও অনেকেই হয়তো এই সারিতে শামিল হবেন।