একটু দেরিতে হলেও নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না 'বাদশা'। ট্যুইটারে লেখেন, '' আমি ভারতীয় হিসাবে গর্বিত। গণতন্ত্রের রায়ে স্পষ্ট আমরা আমাদের পছন্দের দলকে বেছে নিয়েছি। এবার আমাদের স্বপ্ন পূরণের কথা ভেবে এই সরকারের পাশে থাকতে হবে। গণতন্ত্রই জয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল। ''
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে বলিউডের সমস্ত তারকার কাছেই মোদি আবেদন করেন সাধারণ মানুষকে ভোট দিতে বলার জন্য। সেই তালিকায় ছিলেন শাহরুখও। কমবেশি সব তারকাই প্রধানমন্ত্রীর অনুরোধ মেনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বলেন। সেক্ষেত্রে শাহরুখ ছিলেন কিছুটা হটকে। নিজের গলায় র্যাপ গেয়ে দেশবাসীর কাছে এই অনুরোধ জানান।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2019 3:16 PM IST