বলিউডে কান পাতলে শোনা যায়, প্রায় ২০ বছর সানি দেওল ও শাহরুখ খান একে অপরের সঙ্গে কথা বলেননি। সেই ‘ডর’ ছবির পর থেকে। এর পিছনে রয়েছে একাধিক কারণও। তবে সম্প্রতি ফের একসঙ্গে দেখা গেল দুই তারকাকে। সম্প্রতি ট্যুইটারে শাহরুখের কাছে তাঁর এক অনুরাগী জানতে চান যে, তিনি ‘গদর ২’ দেখেছেন কি না। সেই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে বাদশা লেখেন, ‘হ্যাঁ, দারুণ লেগেছে।’ শুধু যে ছবি দেখেছেন, তা নয়। ‘গদর ২’-এর সাফল্যের জন্য সানিকে শুভেচ্ছাও জানাতে ভোলেননি শাহরুখ।
advertisement
আরও পড়ুন: বিকিনিতে বোল্ড শর্মিলা, ৬০ বছর আগের সেই শ্যুট বিতর্কে টাইগার পতৌদি স্ত্রীকে কী বলেছিলেন জানেন?
আরও পড়ুন: চাঁদের বুকে ‘ঘুমিয়ে’ পড়ল রোভার প্রজ্ঞান, চন্দ্রযান ৩ কি তবে শেষ? ইসরোর নয়া দাবিতে তোলপাড়
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, শাহরুখ তাঁকে ফোন করেছিলেন। তাঁর কথায়, ‘উনি ছবিটি দেখে আমাকে ফোন করে শুভেচ্ছা জানালেন। ছবির সাফল্যে উনি খুবই খুশি। আমাকে বললেন, আমি খুবই উচ্ছ্বসিত। এই সাফল্য আপনার সত্যিই প্রাপ্য। আমিও ওঁকে ধন্যবাদ জানালাম।’ এত বছরের মান-অভিমানে তবে ইতি? প্রশ্ন রাখতেই সানির উত্তর, ‘সময় সব কিছু ঠিক করে দেয়। আমরাও জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি। আর তেমনই তো হওয়া উচিত।’
শাহরুখ আর সানির ঝামেলার নেপথ্যে ছিল ‘ডর’। এই সিনেমার সাফল্যের পর ভিলেন চরিত্রে থাকা শাহরুখকে নিয়ে মাতামাতি নাকি মেনে নিতে পারেননি সানি। ছবিতে নায়ক (সানি দেওল)-এর থেকে বেশি প্রাধান্য পেয়েছে ভিলেন (শাহরুখ) এমনটাই মত ছিল ধর্মেন্দ্র-পুত্রের। সেই থেকেই নাকি কথা বন্ধ ছিল দুজনের। তবে পুরনো বিবাদ মিটিয়ে দিল ‘গদর ২’-এর সাফল্য। বন্ধুত্বের হাত বাড়িয়ে ফের মন জিতে নিলেন কিং খান।