চার বছর পর ‘পাঠান’-এর হাত ধরে কেন্দ্রীয় চরিত্রে ফিরেছেন শাহরুখ। ছবি মুক্তির আগেই ছবি নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা, পাশাপাশি উঠেছিল বয়কটের ডাক। কিন্তু সব কিছুকে ব্যর্থ করে সবার মন জয় করে নিয়েছিল এই ছবি। ‘পাঠান’ জ্বরে কাবু হয়েছিল শুধু ভারত নয় গোটা বিশ্ব। ভেঙে দিয়েছে বহু ছবির রেকর্ড।
আরও পড়ুন: কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’ চূর্ণীর সঙ্গে জুটি বাঁধলেন জয়া! প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন
advertisement
আর ‘পাঠান’-এর পর এবার শাহরুখকে দেখা যাবে ‘জাওয়ান’ ছবিতে। আজ মুক্তি পেল ছবির টিজার। যেখানে দেখা যাচ্ছে গিয়েছে চারিদিক অন্ধকার, আকাশে ঘন কালো মেঘ, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তার মাঝেই বল্লম হাতে জওয়ান বেশে আসছেন শাহরুখ। এই ছবিতে প্রযোজকের ভূমিকায় থাকবেন শাহরুখ পত্নী গৌরী খান। চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন: সেট থেকে ফিরে কাঁদতেন রূপা! মেয়েবেলা থেকে সরে আসা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
তবে এখানেই চমকের শেষ না। বিখ্যাত চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই সিনেমার টিজার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘অপেক্ষা শেষ… SRK – ATLEE: ‘JAWAN’ ৭ সেপ্টেম্বর… পরিচালক#SRK ও #Atlee #Jawan-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন: ৭ সেপ্টেম্বর ২০২৩।’