৭১ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন শাহরুখ! আপ্লুত বাদশা! ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি তাঁর পরিবার, তাঁর ছবির পরিচালক-সহ সমস্ত কলাকুশলী এবং সর্বোপরী ভারত সরকারকে ধন্যবাদ জানান! তাঁর ভাষায়, ” আমি সবার কাছে কৃতজ্ঞ! এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য!’
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। দিওয়ানা থেকে জওয়ান– তিন দশকের এক টানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও।
কিং খানের আগামী ছবি ‘কিং’! এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তিনগুণ! কারণ, এই প্রথম একমঞ্চে বাবা শাহরুখ ও মেয়ে সুহানা। ছবিটি তারকাখচিতও। দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, অভয় বর্মা-সহ তাবড় তারকাদের দেখা যাবে।