সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনে বসেছিলেন শাহরুখ খান। সেখানে অনুরাগীদের সঙ্গে মন খুলে আড্ডা দেন অভিনেতা। সম্প্রতি শাহরুখের পাঠান মুক্তি পেয়েছে। যা এই মুহূর্তে দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে সুপারহিট হয়েছে। চার বছরের বিরতির পর স্ক্রিনে ফিরে ফের একবার নিজের জাদু চালিয়েছেন শাহরুখ খান। এই আস্ক এসআরকে সেশনে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, বলিউডে তাঁর পরে সবচেয়ে বড় কী?
advertisement
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
শাহরুখ এই প্রশ্নের জবাবে বলেছেন, 'আমি কোনও দিন অভিনয় থেকে অবসর নেব না... আমাকে তাড়াতে হবে... এবং তারপরেও হয়তো আমি আরও আকর্ষণীয় হয়ে ফিরে আসব!!'। শাহরুখ খান যে কোনও দিনও বিনোদনের জগত থেকে নিজেকে সরিয়ে নেবেন না, এই সেশনে তাঁর বিরাট ভক্তকূলকে সে আশ্বাসই দিয়ে দিলেন এককথায়।
আরও পড়ুন: জিনাত-মধুবালা-রেখার পুরনো সাদা-কালো ছবি, সুন্দরী কাকে বলে দেখুন
শাহরুখ খানের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পাঠান ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। রবিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ইতিমধ্যেই এই ছবির হিন্দি ভার্সন ৪৯৩ কোটি টাকা রোজগার করেছে। দেশজুড়ে সব ভাষায় এই ছবি ৫১১ কোটি রোজগার করে ফেলেছে।