ছবি মুক্তির আগে প্রচারে অংশ নেননি ছবির কলাকুশলীরা। কিন্তু দর্শকদের প্রবল ভালবাসার নমুনা দেখে গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে বসেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন এব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
আর সেখানেই শাহরুখ তাঁর জীবনের অন্ধকার সময়গুলোর কথা বললেন। চলল গত ৪ বছরের স্মৃতিচারণ। বাড়িতে বাথরুমে ঢুকে তিনি কাঁদতেন। অবসাদ গ্রাস করেছিল তাঁকে।
আরও পড়ুন: দীপিকাকে দেখে ‘আঁখো মে তেরি’ গেয়ে উঠলেন শাহরুখ, বললেন, ‘আমরা তো প্রেমের সুযোগ খুঁজি’
ঘণ্টার পর ঘণ্টা সেখানেই কাটাতেন তিনি। শাহরুখ জানান, তাঁর বাড়ির বড়রা একবার তাঁকে বলেছিলেন, ‘‘যখন তোমার জীবনে ব্যর্থতা আসবে, সব সময় তাঁদের কাছে যাবে যাঁরা তোমাকে নিঃশর্তে ভালবাসে। যাঁদের সঙ্গে কাজ করো, তাঁদের কাছে যাবে না।’’
আরও পড়ুন: ‘পাঠান’-এর ঘোর না কাটতেই বিস্ফোরক শাহরুখ খান! ছবির সিক্যুয়েল নিয়ে বড়সড় ঘোষণা
শাহরুখের কথায়, ‘‘সে কথা আমি মেনে চলেছি। আমার যখন মন খারাপ হয়, বা আনন্দ হয় আমি ব্যালকনিতে (মন্নতের বিখ্যাত ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে ভক্তদের উজাড় করা ভালবাসা পান তিনি) চলে আসি। আমি ভাগ্যবান, ঈশ্বর আমাকে সারা জীবনের জন্য একটি ব্যালকনি টিকিট দিয়েছেন। আর সেই মানুষগুলো আমার সাফল্যের সময়েও যেভাবে ভালবাসেন, আমার ব্যর্থতার সময়েও সেভাবেই ভালবাসেন।’’
সাংবাদিক সম্মেলনে শাহরুখকে প্রশ্ন করা হয়, কতটা কঠিন ছিল এত দিন রুপোলি পর্দায় থেকে দূরে থাকা? তাঁর উত্তর ছিল, ‘‘এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।’’