প্রেম দিবসে ট্যুইটারে ‘আস্ক এসআরকে’ খেলায় নেমেছিলেন শাহরুখ। আর সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ‘প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে আপনি গৌরী ম্যামকে কী দিয়েছিলেন?’
আরও পড়ুন: প্রেম দিবসে প্রেমে ডুবে যান! সঙ্গীর সঙ্গে দেখে নিন 'এই' ছবিগুলি, রইল তালিকা
প্রেমিক নায়কের উত্তর, ’৩৪ বছর আগের কথায আমার যদি ঠিক করে মনে থাকে, তা হলে গোলাপি রঙের প্লাস্টিকের একটি কানের দুল দিয়েছিলাম।’
advertisement
আরও পড়ুন: প্রেম দিবসে প্রেমে ডুবে যান! সঙ্গীর সঙ্গে দেখে নিন 'এই' ছবিগুলি, রইল তালিকা
প্রেম দিবসে তিনি কোন ছবি দেখতে পছন্দ করবেন, ‘পাঠান’ নাকি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’? শাহরুখ লিখলেন, ‘প্রেমের দিবস হবে পাঠান ডে’।
তাঁর ‘দো দিল’, ‘দিল সে’, ‘কাল হো না হো’, ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’-এর গানগুলি শুনে আজ হয়তো কত মানুষ প্রেম করছেন সারা বিশ্বজুড়ে। আর এমন দিনে তাঁর প্রেম জীবনের নস্ট্যালজিয়ার অংশ হতে পেরে আনন্দ পেয়েছেন ভক্তরাও।