প্রেমের সপ্তাহে পর্দায় থাকবে শাহরুখের দুই বিশেষ ছবি- 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' এবং 'পাঠান'। দর্শকদের সেই তথ্য দিয়ে একটি ট্যুইট করে এই দুই ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। সেই ট্যুইট শেয়ার করে শাহরুখ লেখেন, 'আরে ভাই অনেক কষ্টে অ্যাকশন হিরো হয়েছি। তার মধ্যে তোমরা আবার রাজকে ফিরিয়ে আনছ। এই প্রতিযোগিতা আমাকে মেরে ফেলবে। আমি তো পাঠান দেখতে যাব। রাজ তো ঘরের ছেলে।'
advertisement
প্রেমের সপ্তাহ উপলক্ষে দেশের ৩৭টি শহরে মুক্তি পেয়েছে 'ডিডিএলজে'। ১০ ফেব্রুয়ারি পর্দায় এসেছে শাহরুখ এবং কাজল অভিনীত এই ছবি।
আরও পড়ুন: যা তুমি পার, তা কেউ পারবে না! স্বামী আশুতোষের প্রসঙ্গ উঠতেই শাহরুখকে জবাব রেনুকার
আরও পড়ুন: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে 'পাঠান'
শাহরুখের এই পোস্ট দেখে কেউ কেউ প্রশ্ন তুলছেন , দীর্ঘ দিন পর অ্যাকশন হিরো রূপে সাফল্য পেয়ে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন 'বাদশা'? তবে শাহরুখ যে নিছক রসিকতা করেই এই ট্যুইট করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক- এ সব কিছু কাটিয়ে 'পাঠান'-এর হাত ধরে প্রত্যাবর্তন শাহরুখের। রাজার সিংহাসন যে আজও তাঁর, তা বক্সঅফিসের হিসেবনিকেশেই বোঝালেন তিনি। দেখিয়ে দিলেন, আজন্মকালবলিউডের ভালবাসার বিগ্রহ তিনিই।