TRENDING:

Shah Rukh Khan Phone Number: শাহরুখ খানের ফোন নম্বর জানতে চান? শেয়ার করলেন কিং খান নিজেই! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Shah Rukh Khan Phone Number: 'হ্যালো শাহরুখ বলছেন?' এই নম্বরে ফোন করলে কী পাওয়া যাবে শাহরুখ খানকে? নিজের ফোন নম্বর সকলকে জানালেন কিং খান!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  শাহরুখ খান! এই নামটাই সব! আর কিছু বলার দরকারই হয় না! বলিউডের এক মাত্র বেতাজ বাদশা! ৫৮ বছর বয়সেও তিনি যেন সদ্য যুবক! এখনও অনস্ক্রিনে একাই দাপটের সঙ্গে অভিনয় করে টেনে নিয়ে যান গোটা সিনেমা! সে ‘পাঠান’ হোক বা ‘জওয়ান’ কিংবা ‘ডাঙ্কি’! তিনিই ছবিতর মধ্যমণি। একমাত্র তাঁর নামেই একের পর এক সিনেমা হিট! বক্স অফিসে দাপিয়ে চলে শাহরুখ অভিনীত ছবি!
advertisement

শাহরুখ খান শুধু পর্দায় নয়, ব্যক্তি জীবনেও একজন ভাল মানুষ! নিজের কাজকে তিনি ভগবান মনে করেন! সব সময় কীভাবে কতটা কাজ করা যায় তাই নিয়েই ব্যস্ত থাকেন! সেই সঙ্গে তাঁর পরিবার তাঁর জীবনের সব কিছু! তিন সন্তান ও স্ত্রী গৌরিকে নিয়ে তাঁর যেন সোনার সংসার! শাহরুখের বাড়ির সামনে রোজ হাজার হাজার ভক্তরা ভিড় জমান। যদি এক ঝলক দেখা যায় কিং খানকে, এই আশায়! তাঁর জন্মদিনে ফেটে পড়ে মানুষের ভিড়ে! শাহরুখের প্রেমে পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল! কিং খানের ফোন নম্বর পাওয়ার জন্য কত মানুষ কত কিছু না করেন! মজার বিষয় হল সম্প্রতি একটি রিল ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ নিজেই তাঁর ফোন নম্বর জানিয়েছেন!

advertisement

আরও পড়ুন:  তীব্র গরম থেকে বাঁচাতে পারে পটল! খেলেই আরাম! বহু রোগের মহা-ওষুধ! জানুন চিকিৎসকের মত

একটি প্রশ্ন-উত্তর পর্বের উত্তর দিচ্ছিলেন শাহরুখ! সেখানে গুগলে তাঁর সম্পর্কে সব থেকে বেশি কী সার্চ করা হয়েছে, সেই প্রশ্নগুলো রাখা হয়। এক এক করে সব প্রশ্নের উত্তর দেন তিনি! তাঁকে বলা হয়, তাঁর শরীরে কি ট্যাটু আছে? শাহরুখ বলেন, “না আমার ট্যাটুতে খুব ভয় করে! তাই নেই। তবে ‘হ্যারি মেটস সেজল’-এ একটা বড় ট্যাটু আমার বুকে আঁকা হয়েছিল। এমনিতে আমার ট্যাটু নেই!” তাঁর কী প্রাইভেট জেট আছে? “সে সময় ছিল না শাহরুখের কাছে। তিনি বলেন আপাতত নেই। তবে নিশ্চয় চেষ্টা করবো!” এখানেই শাহরুখের ফোন নম্বর কত তা জানতে চাওয়া হয়? একটুও বিব্রত না হয়ে, শাহরুখ বলেন, ” আমার ফোন নম্বর ৫৫৫৯৯৬০৩২১-এই নম্বরে কল করতে পারেন। অথবা আমার জন্য একটি মেসেজ দিয়ে রাখুন, আমি সময় মতো অবশ্যই উত্তর দেব।” এখানেই তিনি বলেন তাঁকে ছোটবেলায় তাঁর দিদিমা আবদুল রহমান নাম রাখতে চেয়েছিলেন। তবে তার একটাই নাম শাহরুখ খান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। অনেকেই এই নম্বরে শাহরুখকে ফোন করেন। বহু নেটিজেন এই ভিডিও দেখে তাঁর প্রশংসা করেন। তবে এই নম্বরে সব সময় এত ফোন আসে যে অনেক সময় আপনার মনে হতেই পারে শাহরুখ ঠিক নম্বর দেননি। কিন্তু বিষয়টি তা নয়! নেটিজেনরা লিখেছেন, ‘কপালে থাকলে ঠিক ফোন লেগে যাবে!’ তবে বহু মানুষ ভয়েস ম্যাসেজ করেছেন এই নম্বরে! যদিও এই নম্বরের সত্যতা যাচাই করা হয়নি! তবে এই নম্বর শাহরুখ নিজেই শেয়ার করেছেন!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan Phone Number: শাহরুখ খানের ফোন নম্বর জানতে চান? শেয়ার করলেন কিং খান নিজেই! তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল