TRENDING:

Jawan Premiere Show : দীপিকার আলিঙ্গনে শাহরুখ-পুত্র! 'জওয়ান'-এর প্রিমিয়ারে চাঁদের হাট, রইল তারকাদের ছবি

Last Updated:

Jawan Premiere Show : সবাই বলছেন, দীপিকা এখন কিং খানের লেডি লাক। ফলে, ছবির প্রিমিয়ারেও দেখা গেল তাঁকে। হাজির ছিলেন শাহরুখের পুত্র-কন্যাও। আর বাকিরা? দেখে নেওয়া যাক এক এক করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: পাঠান-এর পর এবার জওয়ান। রুপোলি পর্দায় জাদু ছড়াচ্ছে শাহরুখ খানের অতি পরিচিত চৌম্বকীয় অভিনয়। একই সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। সবাই বলছেন, দীপিকা এখন কিং খানের লেডি লাক। ফলে, ছবির প্রিমিয়ারেও দেখা গেল তাঁকে। হাজির ছিলেন শাহরুখের পুত্র-কন্যাও। আর বাকিরা? দেখে নেওয়া যাক এক এক করে।
জওয়ান-এর প্রিমিয়ারে শাহরুখের ছেলে-মেয়ের সঙ্গে এলেন দীপিকা, বসেছে চাঁদের হাট, ছবি দেখলে মন ভরে যাবে
জওয়ান-এর প্রিমিয়ারে শাহরুখের ছেলে-মেয়ের সঙ্গে এলেন দীপিকা, বসেছে চাঁদের হাট, ছবি দেখলে মন ভরে যাবে
advertisement

সবার প্রথমে আসা যাক সুহানা খানের কথায়। খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। আপাতত কালো পোলকা ডট ড্রেসে ঝড় তুললেন সুন্দরী কন্যা।

সুহানা যেখানে যান, সাধারণত সেখানে দেখা যায় তাঁর ভাই আরিয়ান খানকেও। এখানেও তার ব্যতিক্রম হয়নি। স্বভাবসিদ্ধ কালো সোয়েটশার্টে আলো ছড়িয়েছে আরিয়ানের সুপুরুষ ব্যক্তিত্ব।

সুহানা-আরিয়ান

advertisement

কালো কি আসলে থিম ছিল এই প্রিমিয়ার পার্টির? দীপিকা পাড়ুকোন আসার পর অন্তত সেই ধারণাই বদ্ধমূল হয়েছে সবার মনে। তাঁরও অঙ্গে লেগেছে কালো সাজের ছোঁয়া। এথনিক স্যুটে রাতের আঁধারে তারার মতোই উজ্জ্বল রূপে ধরা দিয়েছেন নায়িকা।

বলে রাখা ভাল, ছবিতে দীপিকা আছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে, তার নাম ঐশ্বর্য। ছবির কাহিনীতে ট্যুইস্ট আনতেই ঐশ্বর্যের আবির্ভাব। বাকিটা আর বলা উচিত নয়, সেটা তোলা থাক ছবি দেখার জন্য।

advertisement

ছবির প্রিমিয়ার, আর নায়িকা হাজিরা দেবেন না, তাও কী হয়! ফলে একসময়ে ঠিকই দেখা গেল নয়নতারাকে। থবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম নর্মদা, তিনিই কিং খানের বিপরীতে রয়েছেন।

শাহরুখ-পুত্রের সঙ্গে দীপিকা

তবে, নয়নতারা একা আসেননি। সঙ্গে ছিলেন স্বামী বিঘ্নেশ শিবন এবং কন্যাও।

advertisement

সুহানার ছোটবেলার বন্ধু, সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরকেও দেখা গিয়েছে প্রিমিয়ারে। এছাড়া এসেছিলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু চাঙ্কি পাণ্ডেও। ছিলেন নব্যা নভেলি নন্দা, মিনি মাথুর এবং কবীর খান, সিদ্ধান্ত চতুর্বেদীর মতো সেলিব্রিটিরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ছিল আরও এক চমক। মেড ইন হেভেন ২ ওয়েব সিরিজে এক অতি গুরুত্বপূর্ণ এপিসোডে জাদু ছড়িয়েছিল নীলম কোঠারি আর সমীর সোনির অভিনয়। জওয়ান-এর প্রিমিয়ারেও চাঁদের হাটে তাঁদের উপস্থিতি আলাদা করে নজর কাড়ল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan Premiere Show : দীপিকার আলিঙ্গনে শাহরুখ-পুত্র! 'জওয়ান'-এর প্রিমিয়ারে চাঁদের হাট, রইল তারকাদের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল