প্রথম দিনেই ৫৫ কোটি টাকার কাছাকাছি লক্ষ্মীলাভ হয়েছে এই ছবির। হিন্দি ‘পাঠান’-এর আয় হয়েছে ৫৫ কোটি। ছবির ডাবড ভার্সনে আয় ২ কোটি। মোট ৫৭ কোটি টাকার লক্ষ্মীলাভ। ভারতের বক্স অফিস অনুযায়ী, হৃতিক রোশনের ‘ওয়ার’ ছবিটি প্রথম দিনে ব্যবসা করেছিল ৫৩.৩ কোটি টাকা। আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’-এর ক্ষেত্রে সেই টাকার অঙ্ক ছিল ৫২ কোটি টাকা। কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর হিন্দি ভার্সন পেয়েছিল ৫৩.৯ কোটি টাকা।
advertisement
আরও পড়ুন: পাঠানের মতো ছবি আমি বানাব না, কিন্তু... ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলেন অনুরাগ, কী প্রতিক্রিয়া তাঁর
প্রথম এবং দ্বিতীয় দিন (প্রজাতন্ত্র দিবস)-এর পর ‘পাঠান’ সম্ভবত ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলতে পারবে। ১০০ কোটির ক্লাবে পা রাখতে পারে দ্বিতীয় দিনেই। হিন্দি ছবির ক্ষেত্রে যা অবশ্যই এক নজির গড়ার মতো ঘটনা।
প্রথম শোয়ের পরেই ছবির আরও ৩০০টি শো বাড়িয়ে দিয়েছেন এক্সিবিটাররা। জানা গিয়েছে, বিশ্বজুড়ে মোট আট হাজারটি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। দেশে সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাবে 'পাঠান'।
এই ছবির কারণে রোজগার বেড়েছে কত মানুষের। যে সমস্ত সিঙ্গল স্ক্রিন দিনের পর দিন তালাবন্ধ হয়ে গিয়েছিল, সেগুলির মালিক এবং কর্মচারীরা আবার কর্মসংস্থান হল বাদশার দৌলতে।