এর মাঝেই ঘটে গেল এক ভিন্ন কাহিনি। যে দৃশ্য দেখে মোটামুটি শোরগোল পরে গিয়েছে নেট দুনিয়ায়। শাহরুখ ও তাঁর একবিশেষ ভাবে সক্ষম ভক্তের কাণ্ড-কারখানা মোটামুটি ঝড় তুলে দিয়েছে সমাজ মাধ্যমে। আসুন জানা যাক কী হয়েছিল?
আরও পড়ুন: "কলকাতায় এলে বড্ড মন খারাপ হয়ে যায়" শহরে এসে কেন এমন কথা বললেন দীপ্তি নাভাল? জানুন
advertisement
সম্প্রতি, কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে শেয়ার করা হয় শাহরুখ ও তাঁর এক ভক্তের একটি ভিডিও। যেখানে নিজের ভক্তের কপালে চুম্বন করতে দেখা গিয়েছে বাদশাহকে। বাদশাহর এই ভক্তের নাম হর্ষল গোয়েঙ্কা।
ভিডিওতে ২০১৮-রও একটি দৃশ্য দেখা গিয়েছে, যেখানে হুইলচেয়ারে বসে থাকা হর্ষলকে দেখেই কপালে একই ভাবে স্নেহচুম্বন দেন শাহরুখ। ফের ২০২৩-এও ধরা পড়ল একই ছবি। নিজের ভক্তকে ভালবেসে চুম্বন দিলেন বাদশাহ। বাদশাহকে দেখেই হর্ষলকে বলতে শোনা গেল "আই লাভ ইউ" এই আবেগঘন মুহূর্ত শেয়ার হওয়া মাত্রই মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট পাড়ায়।
এসআরকের এরূপ আচরণ দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা। এক অনুরাগীতো আবার লিখেই বসেন "আর কতো বার মন জিতবে?"
কেকেআর এর অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা এই ভিডিওটিতে ইতিমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটির সঙ্গে লেখা ক্যাপশনটিও মন কেড়েছে নেটিজেনদের। যাতে লেখা রয়েছে "ফের ইডেনে ফেরা, ফের একবার হর্ষলের কাছে ফেরা।"