সেখানেও আজ ইদের আনন্দে মেতেছেন বলিউডের প্রায় সকলেই। তবে এই দিন শাহরুখ খানের বাড়ির দিকে নজর থাকে সব ভক্তদের। মুম্বইতে 'মন্নত'-এর সামনে ভিড় জমান হাজার হাজার মানুষ। তাঁরা সকলেই শাহরুখ ভক্ত! ইদের শুভেচ্ছা জানাতে এই দিন সকলে জড়ো হন শাহরুখ খানের বাড়ির সামনে। কিং খানকে একবার চোখের দেখা দেখতে চান সকলে। প্রতি ইদেই ভক্তদের দেখা দেন তিনি। এমনকি ছেলে আব্রামকে নিয়েও সাদা পোশাকে এক ইদে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন শাহরুখ।
advertisement
২০২২-এর ইদেও অন্যথা হল না। তবে এবার সাদা পোশাকে নয় তাঁকে দেখা গেল টি-শার্ট, ডেনিম ও সানগ্লাসে। মন্নত-এর ছাদ থেকে উঁকি দিলেন শাহরুখ খান। তখন তাঁর বাড়ির নীচে অগুন্তি ভক্ত। করোনার জন্য গত দু'বছর এই ছবি দেখা যায়নি। কিন্তু এবার করোনা প্রায় শেষের পথে। বিধি নিষেধ অনেক হালকা। তাই ইদের দিনে ভক্তদের নিরাশ করেননি বাদশা খান। সকলের সঙ্গে তুলেছেন সেলফি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন স্বয়ং শাহরুখ খান। ট্যুইটারেও শাহরুখ এই ছবি শেয়ার করেছেন। আর সেখানেই এক ভক্তের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। শাহরুখকে দেখতে পেয়েই, গলা ছেড়ে যুবক চিৎকার শুরু করলেন, 'শাহরুখ খান' বলে। সেই আওয়াজ পৌঁছেছে শাহরুখের কানেও। ভক্তের ভালোবাসার ডাকের জবাবে চুমু উড়িয়ে ভালোবাসা জানিয়েছেন কিং খান। ইদের দিনে আজ সকলকে খুশি করেছেন বলিউডের বাদশা।