TRENDING:

আয়কর দফতরের নোটিস পেলেন শাহরুখ খান

Last Updated:

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বেকসুর খালাস হলেন সলমন খান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বেকসুর খালাস হলেন সলমন খান ৷ অন্যদিকে বলিউডের অন্য খানের বাড়িতে পৌঁছল আয়কর দফতরে নোটিস ৷ জানা গিয়েছে, বিদেশের মাটিতে শাহরুখের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখার কারণেই আয়কর দফতর থেকে শাহরুখের কাছে এই নোটিশ যায় ৷
advertisement

আয়কর দফতর সূ্ত্রে পাওয়া খবর অনুযায়ী, বারমুডা ও দুবাইতে শাহরুখের কিছু সম্পত্তি রয়েছে ৷ যার নির্দিষ্ট খতিয়ান আয়কর দফতরের কাছে জমা করেননি শাহরুখ ৷ আর সেই সূত্র ধরেই আয়কর বিভাগ নোটিস পাঠায় শাহরুখকে ৷

তবে শুধু শাহরুখ নয়, আয়কর সোমবার একই নোটিশ পেয়েছেন মুম্বইয়ের বেশ কিছু শিল্পপতিরাও ৷ এমনকী, বলিউডের বেশ কিছু নায়ক, নায়িকা, প্রযোজকরাও এই নোটিস পান ৷ সব ক্ষেত্রেই বিদেশি লগ্নী, সম্পত্তির খতিয়ানকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এ ব্যাপারে আপাতত, শাহরুখ কোনও মন্তব্য করেননি ৷ আয়কর দফতরের তরফ থেকে একটি ইমেলের মাধ্যমে এই নোটিশ পৌছেছে শাহরুখ খানের বিজনেস ম্যানেজার করুণা বদওয়াল খানের কাছে ৷ তিনিও এব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে চাননি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আয়কর দফতরের নোটিস পেলেন শাহরুখ খান