দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের সামনে মিছিল করে শাহরুখ ফ্যানেরা উপস্থিত হন। হইহই করে ছবি দেখেন। যাঁরা ইতিমধ্যেই ফার্স্ট শো দেখে ফেলেছেন তাদের এত পছন্দ হয়েছে যে আজকেই আরও একটা শো দেখার জন্য প্রস্তুত তাঁরা।
আরও পড়ুন: হাড়কাঁপানো ঠান্ডা! দার্জিলিং-কালিম্পংয়ে বেড়াতে যাবেন? আজ তাপমাত্রা কত পাহাড়ে, জেনে নিন
advertisement
একই ছবি শহরের অন্যান্য সিনেমা হলের সামনেও। বেহালার অশোকা সিনেমা হলের সামনেও সকাল সকাল শাহরুখ ভক্তরা ভিড় করলেন এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আগে নাচে গানে মেতে উঠলেন।
ইতিমধ্যেই যে রিভিউ প্রকাশ পেয়েছে ভক্তদের তরফে, তা বেশ ইতিবাচক। ভারতে প্রথম শো ছিল সকাল ৫:৫৫-তে মুম্বাইয়ে। শাহরুখের নতুন ছবি দেখতে গেইটি গ্যালাক্সি থিয়েটারে ভক্তরা জড়ো হয়েছিলেন। শাহরুখের অভিনয় এবং রাজু হিরানি পরিচালনা তুমুল প্রশংসা পাচ্ছে ইতিমধ্যেই। ভক্তরা ভিকি কৌশলের অভিনয়েও মুগ্ধ। ‘ডানকি’ ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে ১৫ কোটি টাকা আয় করে ফেলেছে।