আজ সেই ২ নভেম্বর। বিশেষ তারিখ। শাহরুখ খানের জন্মদিন বলে কথা। হাজার হাজার ভক্তের প্রত্যাশা পূরণ করলেন মধ্যরাতে বারান্দায় এসে দাঁড়িয়ে। দুই বাহু মেলে দিলেন তিনি। যেন অশেষ ভালবাসা ঢেলে দিলেন ভিড়ে দিকে। তাঁর সেই সিগনেচার পোজ দেখে বুক দুরুদুরু করে উঠল কত শত মানুষের। এ বছর তাঁর চেহারায় ছোট্ট কিছু পরিবর্তন। চুল বড়, মাথায় কালো টুপি, চোখে কালো চশমা।
মধ্যরাতে অনুরাগীদের দেখা দিয়ে তখনই সোশ্যাল মিডিয়া এক্স (আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ লিখলেন, ‘অবিশ্বাস্য! আপনারা এত রাতে এখানে এসে আমাকে শুভেচ্ছা জানান। আমি তো একজন অভিনেতা মাত্র। আমি যে আপনাদের একটু আধটু বিনোদন দিতে পারি, এর চেয়ে আর সুখের কিছু নেই। সকলের ভালোবাসার স্বপ্নে বেঁচে আছি আমি। আপনাদের সবাইকে বিনোদনের স্বাদ দিতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে… পর্দায় এবং পর্দার বাইরেও।’
২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘ডানকি’র। আর সেই সিনেমার প্রথম ঝলক নাকি প্রকাশ্যে আসবে ২ নভেম্বর। একই দিনে নাকি ‘জওয়ান’ মুক্তি পেতে পারে ওটিটি মঞ্চ নেটফ্লিক্সে। অর্থাৎ শাহরুখের জন্মদিনে দু’টি উপহার। তার কথাই কি পোস্টের শেষে বলতে চাইলেন শাহরুখ? আর খানিকক্ষণেই পর্দাফাঁস হবে।