TRENDING:

Shah Rukh Khan: যা তুমি পার, তা কেউ পারবে না! স্বামী আশুতোষের প্রসঙ্গ উঠতেই শাহরুখকে জবাব রেনুকার

Last Updated:

Shah Rukh Khan: 'সার্কাস'-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন রেনুকা। এত বছর তাঁর স্বামী আশুতোষের সঙ্গে 'পাঠান'-এ অভিনয় করলেন 'বাদশা'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: 'পাঠান' দেখতে চললেন রেনুকা সাহানে। সঙ্গী স্বামী আশুতোষ রানা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনিও। 'পাঠান'-এর সিনিয়রের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। চরিত্রটির নাম কর্নেল সুনীল লুথরা।
শাহরুখ-রেনুকার কথোপকথন
শাহরুখ-রেনুকার কথোপকথন
advertisement

স্বামীর সঙ্গে ছবি ট্যুইট করে রেনুকা জানিয়েছিলেন, তিনি 'পাঠান' দেখতে যাচ্ছেন। সেই ট্যুইট শাহরুখের নজর এড়ায়নি। স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় তিনি লেখেন, 'কলোনেল লুথরাজিকে বলবেন আপনি আমার প্রথম হিরোইন। নাকি এটা গোপনই থাকুক। না হলে উনি হয়তো এজেন্সি থেকে আমায় বার করে দেবেন।"

আরও পড়ুন: স্বস্তিকার সঙ্গে প্রেম করছেন দিব্যজ্যোতি? জল্পনার অবসান ঘটালেন পর্দার সূর্য

advertisement

আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা

advertisement

প্রসঙ্গত, 'সার্কাস'-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন রেনুকা। এত বছর তাঁর স্বামী আশুতোষের সঙ্গে 'পাঠান'-এ অভিনয় করলেন 'বাদশা'। আর ছোট্ট একটি ট্যুইটে রসিকতার মাধ্যমেই রিল-রিয়েল মিলিয়ে দিলেন তিনি।

শাহরুখের ট্যুইটের উত্তর দিয়েছেন রেনুকা। শাহরুখের রসিকতার রেশ ধরে রেখে তিনি লিখেছেন, হাহাহা ওর (আশুতোষ) থেকে কোনও কথা লুকনো যায় নাকি? তুমিই তো ওকে অন্তর্যামী বলেছ। ও তোমাকে চাকরি থেকে বার করবে না। কারণ তুমি যা করতে পার, তা আর কেউ পারবে না।"

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ট্যুইটারে দু'জনের এই কথোপকথনে আপ্লুত অনুরাগীরা। 'পাঠান' প্রসঙ্গে কথা বলেও নস্টালজিয়া উস্কে দিলেন তাঁরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: যা তুমি পার, তা কেউ পারবে না! স্বামী আশুতোষের প্রসঙ্গ উঠতেই শাহরুখকে জবাব রেনুকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল