স্বামীর সঙ্গে ছবি ট্যুইট করে রেনুকা জানিয়েছিলেন, তিনি 'পাঠান' দেখতে যাচ্ছেন। সেই ট্যুইট শাহরুখের নজর এড়ায়নি। স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় তিনি লেখেন, 'কলোনেল লুথরাজিকে বলবেন আপনি আমার প্রথম হিরোইন। নাকি এটা গোপনই থাকুক। না হলে উনি হয়তো এজেন্সি থেকে আমায় বার করে দেবেন।"
আরও পড়ুন: স্বস্তিকার সঙ্গে প্রেম করছেন দিব্যজ্যোতি? জল্পনার অবসান ঘটালেন পর্দার সূর্য
advertisement
আরও পড়ুন: আমাকে সবাই সাহসী চরিত্রের জন্যই ডাকে, অকপট ঈশিকা
প্রসঙ্গত, 'সার্কাস'-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন রেনুকা। এত বছর তাঁর স্বামী আশুতোষের সঙ্গে 'পাঠান'-এ অভিনয় করলেন 'বাদশা'। আর ছোট্ট একটি ট্যুইটে রসিকতার মাধ্যমেই রিল-রিয়েল মিলিয়ে দিলেন তিনি।
শাহরুখের ট্যুইটের উত্তর দিয়েছেন রেনুকা। শাহরুখের রসিকতার রেশ ধরে রেখে তিনি লিখেছেন, হাহাহা ওর (আশুতোষ) থেকে কোনও কথা লুকনো যায় নাকি? তুমিই তো ওকে অন্তর্যামী বলেছ। ও তোমাকে চাকরি থেকে বার করবে না। কারণ তুমি যা করতে পার, তা আর কেউ পারবে না।"
ট্যুইটারে দু'জনের এই কথোপকথনে আপ্লুত অনুরাগীরা। 'পাঠান' প্রসঙ্গে কথা বলেও নস্টালজিয়া উস্কে দিলেন তাঁরা।