অথচ, মুম্বই থিয়েটারের এই প্রতিভাবান অভিনেত্রীর বলিউডে নিজের জায়গা করে নিতে সময় লেগে গেল বেশ অনেকটাই! হ্যাঁ, দূরদর্শনের ‘হম লোগ’ ধারাবাহিকে বড়কি চরিত্রে অভিনয় করে লোকের ঘরে ঘরে ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু বলিউডের পর্দায় নিয়মিত কাজের জন্য এসে থামতে হয়েছিল ২০১৫ সালে। তাও সেই কাজ স্বতস্ফূর্ত ভাবে আসেনি, আদায় করতে হয়েছিল জোর করে।
advertisement
সেই সময়ে শরদ কাটারিয়া বানাচ্ছেন ‘দম লাগা কে হেঁইসা’। এই ছবি এত দিনে অনেকেই দেখে ফেলেছেন। এক আকর্ষণীয় যুবক আর তার মোটা বউয়ের গল্প। নায়িকার চরিত্রে বেছে নেওয়া হয়েছিল ভূমি পেডনেকরকে। ওজন বাড়িয়েছিলেন তিনি। তবে, আজন্ম মোটা তিনি নন, ফলে, এমন এক মানুষের হাবভাব কেমন হবে, তা দেখানোর জন্য, ওয়ার্কশপের জন্য ডাক পড়ল সীমার।
এবারেই পরিচালকের সঙ্গে তর্ক শুরু হয়। সিনেমায় ভূমির মায়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন সীমা। কিন্তু পরিচালক রাজি হননি। সীমা যুক্তি দেন, এক্ষেত্রে জেনেরিক ওবেসিটি সব চেয়ে ভাল বিষয়-মায়ের কাছ থেকে মেয়েও পেয়েছে। বিস্তর কথা কাটাকাটির পরে অবশেষে শরদ রাজি হন, ছবিতে সীমা তাঁর পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
এর পর বাকিটা ইতিহাস। ১৪ কোটির ছবি বক্স অফিসে এনে দিয়েছিল ১১৩ কোটি। আর সীমাও নিয়মিত কাজ পেতে শুরু করেন বলিউডে।