TRENDING:

Seema Biswas: কলকাতার ফুটপাতে ডিম-পাউরুটির দোকান চালাচ্ছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস

Last Updated:

এই কলকাতাতেই একটা সময় টানা রবীন্দ্রনাথের 'স্ত্রীর পত্র' মঞ্চস্থ করেছিলেন অভিনেত্রী! আজ তাঁর এ হল? শেষ পর্যন্ত রাস্তায় বসে ডিম-পাউরুটি বিক্রি করতে হচ্ছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শেখর কাপুরের ছবি ‘ব্যান্ডিট কুইন’-এ ফুলনদেবীর চরিত্রে অভিনয় করে আলোড়ন ফেলেছিলেন অভিনেত্রী সীমা বিশ্বাস। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ডাকাত রানি ফুলন ওরফে সীমার তুখড় পারফরম্যান্স আজও মাইলস্টোন হয়ে আছে! এরপর একে একে 'খামোশি', 'ওয়াটার'-এর মতো ছবিতে অভিনয় করেছেন সীমা। কিন্তু দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী, 'থিয়েটার কন্যা' সীমার এ কী হল? এ কী দৃশ্যর সাক্ষী থাকল তিলোত্তমা? খ্যাতনামা অভিনেত্রী সীমা বিশ্বাসকে দেখা গেল কলকাতার ফুটপাতে বসে আছেন, বিক্রি করছেন ডিম-পাউরুটি! পরনে সাদা কাপড়। এই কলকাতাতেই একটা সময় টানা রবীন্দ্রনাথের 'স্ত্রীর পত্র' মঞ্চস্থ করেছিলেন অভিনেত্রী! আজ তাঁর এ হল? শেষ পর্যন্ত রাস্তায় বসে ডিম-পাউরুটি বিক্রি করতে হচ্ছে?
advertisement

না, না চিন্তা করবেন না! কলকাতার রাস্তায় ডিম-পাউরুটি বিক্রি করলেও, তা সবটাই সিনেমার চিত্রনাট্যর তাগিদে। প্রায় ১৩ বছর পর বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন সীমা বিশ্বাস। পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির নতুন বাংলা ছবি ‘মন পতঙ্গ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সীমা বিশ্বাসকে। সম্প্রতি কলকাতায় সেই ছবিরই শ্যুটিং করলেন সীমা বিশ্বাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা যায়, রাজদীপ ও শর্মিলার এই ছবি নিখাদ প্রেমের গল্প। অত্যাচারের ভয়ে গ্রাম থেকে কলকাতায় পালিয়ে আসা এক প্রেমিক ও প্রেমিকার জীবনের লড়াই, ভালবাসাকে কেন্দ্র করে গড়িয়েছে ছবির স্ক্রিপ্ট। চিত্রনাট্য অনুযায়ী, গ্রাম থেকে পালিয়ে এসে প্রেমিক ও প্রেমিকার ঠাঁই হয় ফুটপাতে, সেখানেই ডিম-পাউরুটির দোকান চালান সীমা বিশ্বাস। ১৩ বছর আগে দেব ও শ্রাবন্তীর ‘দুজনে’ ছবিতেও অভিনয় করেছিলেন সীমা। ফের বাংলা ছবিতে অভিনয় করে বেজায় খুশি জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Seema Biswas: কলকাতার ফুটপাতে ডিম-পাউরুটির দোকান চালাচ্ছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল