না, না চিন্তা করবেন না! কলকাতার রাস্তায় ডিম-পাউরুটি বিক্রি করলেও, তা সবটাই সিনেমার চিত্রনাট্যর তাগিদে। প্রায় ১৩ বছর পর বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন সীমা বিশ্বাস। পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির নতুন বাংলা ছবি ‘মন পতঙ্গ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সীমা বিশ্বাসকে। সম্প্রতি কলকাতায় সেই ছবিরই শ্যুটিং করলেন সীমা বিশ্বাস।
advertisement
জানা যায়, রাজদীপ ও শর্মিলার এই ছবি নিখাদ প্রেমের গল্প। অত্যাচারের ভয়ে গ্রাম থেকে কলকাতায় পালিয়ে আসা এক প্রেমিক ও প্রেমিকার জীবনের লড়াই, ভালবাসাকে কেন্দ্র করে গড়িয়েছে ছবির স্ক্রিপ্ট। চিত্রনাট্য অনুযায়ী, গ্রাম থেকে পালিয়ে এসে প্রেমিক ও প্রেমিকার ঠাঁই হয় ফুটপাতে, সেখানেই ডিম-পাউরুটির দোকান চালান সীমা বিশ্বাস। ১৩ বছর আগে দেব ও শ্রাবন্তীর ‘দুজনে’ ছবিতেও অভিনয় করেছিলেন সীমা। ফের বাংলা ছবিতে অভিনয় করে বেজায় খুশি জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী।