সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সায়নী বলেন, ‘‘অনেকদিন ধরেই কাজ করতে চাইছিলাম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ওঁর গল্পকথনের অনুরাগী আমি। চিত্রনাট্যটা পড়তে গিয়েও মজা পাচ্ছি। আমার বিশ্বাস, যখন যেটা হওয়ার, সেটা হয়ই কোনও না কোনও সময়ে।’’
আরও পড়ুন: জড়িয়ে ধরে কান চেটে দিলেন! মঞ্চেই শারীরিক হেনস্থার শিকার তারকা সঙ্গীতশিল্পী, শুনে আঁতকে উঠতে হয়
মুম্বইতে একাধিক ছবি এবং ওয়েব সিরিজে কাজ করে সায়নীর সুখ্যাতি হয়েছে ঠিকই, তবে তার জন্য যে বাংলায় কাজ করার রাস্তা একেবারে মসৃণ ছিল, তা কিন্তু নয়। সেই চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে ‘ফোর মোর শটস প্লিজ’ নায়িকা বললেন, ‘‘শুরুর দিকে বেশ শঙ্কিত ছিলাম কাজটা নিয়ে। আমার মাতৃভাষা বাংলা। সারাদিন বাংলাতেই কথা বলি। কিন্তু সমস্যাটা হল, অনেকদিন বাংলা ভাষায় কাজ করিনি বলে অভ্যাসটা চলে গিয়েছিল। বেশ কিছু বছর আগে বাংলায় নাটক করতাম। ভেবেছিলাম কঠিন হবে, কিন্তু দেখলাম আগের মতোই সবটা সহজ। তাই খুবই ইন্টারেস্টিং লাগছে প্রক্রিয়াটা।’’
সায়নীর মতে, একজন অভিনেতার উচিত নতুন নতুন ভাষা শেখা। যাতে বিভিন্ন চরিত্রের জুতোয় পা গলাতে অসুবিধা না হয়, বা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে সেই অভিনয়টা। সায়নী আরও আরও বাংলা ছবি করতে চান। সায়নী জানালেন, মুম্বইয়ের তুলনায় কলকাতায় অনেক তাড়াতাড়ি শ্যুট শেষ হয়।
কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে কোন বদল তিনি দেখতে চান? সায়নীর মতে, বেশিরভাগ ছবিতে ডাব করা আবহ বেশি ব্যবহৃত হয়, এখন যদি অনেক বেশি পরিমাণে সিঙ্ক সাউন্ড ব্যবহার করা হয়, তাতে ইন্ডাস্ট্রির লাভ বেশি বলেই জানালেন নায়িকা।