TRENDING:

আমার ভাগ্যটাই এমন, ওকে শেষ বার দেখতে পেলাম না! ঐন্দ্রিলার মৃত্যুতে বিধ্বস্ত সৌরভ

Last Updated:

আপাতত সৌরভ কলকাতা থেকে বহু যোজন দূরে। থাইল্যান্ডে ছবির শ্যুটে ব্যস্ত। কিন্তু রবিবার বিদেশে বসে স্মৃতি পাতা উল্টে চলেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জীবন-মৃত্যুর দড়ি টানাটানিতে হেরে গেলেন ঐন্দ্রিলা শর্মা। থেমে গেল দীর্ঘ ২০ দিনের লড়াই। বছর ২৪-এর অভিনেত্রীর এই অসম লড়াইয়ে সব্যসাচী চৌধুরীর সঙ্গেই তাঁর সর্ব ক্ষণের সঙ্গী ছিলেন আরও একজন। অভিনেতা সৌরভ দাস। আপাতত তিনি কলকাতা থেকে বহু যোজন দূরে। থাইল্যান্ডে ছবির শ্যুটে ব্যস্ত। কিন্তু রবিবার বিদেশে বসে স্মৃতি পাতা উল্টে চলেছেন তিনি। ভুলেছেন ব্যস্ততা।
advertisement

নিউজ18 বাংলাকে সৌরভ বললেন, "দু'দিন পরেই ফেরার কথা ছিল। ভেবেছিলাম মিষ্টিকে (ঐন্দ্রিলা) তখন দেখব। কিন্তু আমার ভাগ্যটাই এরকম। শেষ বার আর ওকে দেখতে পেলাম না। আমি ফেরার আগেই ও চলে গেল।"

আরও পড়ুন: হাসপাতালের এক কোণে বসে সব্যসাচী, বন্ধুকে ফোন করে জেনেছেন ফেসবুক বন্ধ করার উপায়

advertisement

আরও পড়ুন: স্টুডিও পাড়ায় আজ আসবেন অন্য ঐন্দ্রিলা! শেষযাত্রা কোন পথে? জানালেন সৌরভ

দুঃসময়ে সব্যসাচীর ঢাল হয়েছিলেন সৌরভ। বন্ধুর সঙ্গে হাসপাতালেই দিন কেটেছে তাঁর। সৌরভের কথায়, "এই দু'তিন দিন প্রচুর মানুষ সব্যসাচীকে ঘিরে থাকবেন। অনেকে আবার লোক দেখাতে সমবেদনা জানাবেন। সেই পর্ব মিটুক। তার পর আমি ওর কাছে যাব। আমার ভাইয়ের খেয়াল রাখব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপাতত সৌরভের ঠিকানা থাইল্যান্ড। সব্যসাচী রয়েছেন কলকাতায়। অগত্যা যোগাযোগের জন্য ফোনটুকুই ভরসা। সৌরভ বললেন, "সব্যর সঙ্গে আমার কথা হচ্ছে। আমি চাই না ওকে কেউ বিব্রত করুক। তাই বাকিদের সঙ্গেও আমিই কথা বলছি। কোনও একজনকে তো কথাবার্তা বলতে হবে..."

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার ভাগ্যটাই এমন, ওকে শেষ বার দেখতে পেলাম না! ঐন্দ্রিলার মৃত্যুতে বিধ্বস্ত সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল