নিউজ18 বাংলাকে সৌরভ বললেন, "দু'দিন পরেই ফেরার কথা ছিল। ভেবেছিলাম মিষ্টিকে (ঐন্দ্রিলা) তখন দেখব। কিন্তু আমার ভাগ্যটাই এরকম। শেষ বার আর ওকে দেখতে পেলাম না। আমি ফেরার আগেই ও চলে গেল।"
আরও পড়ুন: হাসপাতালের এক কোণে বসে সব্যসাচী, বন্ধুকে ফোন করে জেনেছেন ফেসবুক বন্ধ করার উপায়
advertisement
আরও পড়ুন: স্টুডিও পাড়ায় আজ আসবেন অন্য ঐন্দ্রিলা! শেষযাত্রা কোন পথে? জানালেন সৌরভ
দুঃসময়ে সব্যসাচীর ঢাল হয়েছিলেন সৌরভ। বন্ধুর সঙ্গে হাসপাতালেই দিন কেটেছে তাঁর। সৌরভের কথায়, "এই দু'তিন দিন প্রচুর মানুষ সব্যসাচীকে ঘিরে থাকবেন। অনেকে আবার লোক দেখাতে সমবেদনা জানাবেন। সেই পর্ব মিটুক। তার পর আমি ওর কাছে যাব। আমার ভাইয়ের খেয়াল রাখব।"
আপাতত সৌরভের ঠিকানা থাইল্যান্ড। সব্যসাচী রয়েছেন কলকাতায়। অগত্যা যোগাযোগের জন্য ফোনটুকুই ভরসা। সৌরভ বললেন, "সব্যর সঙ্গে আমার কথা হচ্ছে। আমি চাই না ওকে কেউ বিব্রত করুক। তাই বাকিদের সঙ্গেও আমিই কথা বলছি। কোনও একজনকে তো কথাবার্তা বলতে হবে..."