TRENDING:

মাঝরাতে সব্যসাচীর হাসপাতালে ভর্তির খবরে আতঙ্ক! সত্যি জানিয়ে ক্ষোভ প্রকাশ সৌরভের

Last Updated:

Aindrila Sharma death-Saurav Das-Sabyasachi Chowdhury: নিউজ18 বাংলা সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করতেই তিনি জানালেন, ঐন্দ্রিলা শর্মার সঙ্গী সব্যসাচী একদম সুস্থ আছেন। এ রকম একটা খবর রটেছে, সে কথা সব্যসাচীরও কানে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সব্যসাচী চৌধুরী নাকি হাসপাতালে ভর্তি! বৃহস্পতিবার মধ্য রাতে আচমকা এমন খবরে তোলপাড় চারদিক। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুহূর্তে। নিউজ18 বাংলা সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করতেই তিনি জানালেন, ঐন্দ্রিলা শর্মার সঙ্গী সব্যসাচী একদম সুস্থ আছেন। এ রকম একটা ভুয়ো খবর রটেছে, সে কথা সব্যসাচীরও কানে গিয়েছে। এবং তাতে সকলেই অত্যন্ত বিরক্ত।
advertisement

সৌরভ এমনকি একটি ফেসবুক পোস্টও করেছেন। তাতে লিখেছেন, 'সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আছি আমি এবং থাকব। যারা ভুয়ো খবর ছড়াচ্ছে তারা অসুস্থ, বিব্রত হবেন না।' সৌরভ লিখে জানালেন, তিনি গালমন্দ করতে রাজি নন এই পোস্টে, যাতে শেয়ার করে সবাই সব্যসাচীর ব্যাপারে জানাতে পারেন।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভুয়ো খবর ছড়ালে আইনি পদক্ষেপ করা হবে এবার। তাঁর অনুরোধ, 'পরিবারকে একটু শান্তি দিন সবাই।'

advertisement

সৌরভ জানালেন, সব্যসাচী নিজের বাড়িতেই আছেন। সুস্থ আছেন। মনের জোর তাঁর অগাধ। তাই এ সমস্ত ভুয়ো খবর তাঁকে ছুঁতে পারবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌরভ অনেক রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলেন। একসঙ্গে সময় কাটিয়েছেন। ঐন্দ্রিলাকে হারানোর পর ভেঙে পড়া তো স্বাভাবিক। কিন্তু সব্যসাচীর সঙ্গে ছায়ার মতো রয়েছেন বন্ধু সৌরভ। প্রয়াত অভিনেত্রীর পরিবার, সব্যসাচীর, সকলের নিয়মিত খোঁজ রাখছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাঝরাতে সব্যসাচীর হাসপাতালে ভর্তির খবরে আতঙ্ক! সত্যি জানিয়ে ক্ষোভ প্রকাশ সৌরভের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল