যে ছবি ঘিরে এত চর্চা, সেটি সৌরভ পোস্ট করেছেন সদ্য ৷ ছবিতে তিনি সেজেছেন কালো পোশাকে ৷ চুল ও দাঁড়িতে উঁকি দিয়ে যাচ্ছে রুপোলি রেখা ৷ তাঁর সাদাকালো রূপে মুগ্ধ শুধু আম নেটিজেন নন, জুন আন্টিও ৷ সৌরভের ছবির নীচে ঊষসী লিখেছেন, ‘ওয়াও’! জুন আন্টি যেখানে যান, নজর কেড়ে নেন ৷ এখানেও সেটাই হয়েছে ৷ তিনি মন্তব্য করা মাত্র নেটিজেনরা রীতিমতো তাঁর সঙ্গে আড্ডা জুড়ে দিয়েছেন ৷ জুনের তরফে কোনও উত্তর না এলেও তাঁরা নিজেরাই কথা বলে গিয়েছেন ৷
advertisement
সৌরভের ছবিও বাহবা পেয়েছে নেটিজেনদের ৷ ইদানীং তিনি একাধিক ট্রেন্ডিং সাজে ছবি দিয়েছেন ফেসবুকে ৷ প্রাইড মাস উপলক্ষে কিছু দিন আগেই ছবি দিয়েছিলেন লং স্কার্টে ৷ তবে তাঁর এই ছক ভাঙা সাহসিকতাকে সব নেটিজেন ভাল ভাবে নেননি ৷ তাঁদের একটা বড় অংশ স্কার্টপরিহিত সৌরভকে নিয়ে মশকরা করেছিলেন ৷ নেটমাধ্যম ছেয়ে গিয়েছিল একাধিক মিমেও ৷ লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভাঙতে চাওয়া সৌরভ অবশ্য ভেঙে পড়েননি শত ট্রোলিংয়েও ৷
গত কয়েক মাস ধরেই তাঁকে সহ্য করতে হয়েছে তিক্ততা ও বিদ্রূপ ৷ আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদানের পরই নেটমাধ্যম ছেয়ে যায় একটি ভিডিয়োয় ৷ সেখানে বাবা, বোন ও কিছু শুভাকাঙ্খীর সঙ্গে জন্মদিন পালন করছিলেন সৌরভ ৷ ভিডিয়ো ঘিরে অভিযোগ ওঠে, সৌরভ তাঁর বোনকে অশ্লীলভাবে স্পর্শ করেছেন ৷
এর পরই সামাজিক মাধ্যমে তীব্র ধিক্কারের মুখোমুখি হন সৌরভ ও তাঁর পরিবার ৷ কদর্য কটূক্তি থেকে রেহাই পাননি অভিনেতার মা-ও ৷ ব্যক্তিগত পরিসরে সেই ঝড় পাড়ি দিয়ে ভিন্ন ধারার ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেতা নিজেই ৷