পর্দায় তাঁর হাসি, তাঁর কৌতুকাভিনয় কত শত মানুষকে আনন্দ দিয়েছে, কিন্তু তাঁর জীবনে ঘটে গিয়েছিল সবথেকে মর্মান্তিক ঘটনা। ছেলেকে হারিয়েছিলেন তিনি। মাত্র দু'বছরের একরত্তি শানু কৌশিককে বাঁচাতে পারেননি সতীশ এবং তাঁর স্ত্রী শশী।
আরও পড়ুন: সতীশ কৌশিকের প্রয়াণে শোকবার্তা অজয়-অনুপম-কঙ্গনা-নেহার, মেনে নিতে পারছে না বলিউড!
advertisement
১৯৮৫ সালে শশীকে বিয়ে করেন সতীশ। ১৯৯৪-এ তাঁদের এক পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু দু'বছর বাদেই সেই ছেলে মারা যায়। সন্তান হারানোর শোকে পাথর দম্পতি বহুদিন পর্যন্ত ফের সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবতে পারেননি। কিন্তু ২০১২ সালে তাঁরা আবার বাবা-মা হন। সারোগেসির সাহায্যে কন্যা বংশিকার জন্ম হয়। সতীশ-শশীর বিয়ের ১৬ বছর বাদে আবার অভিভাবক হন তাঁরা।
আরও পড়ুন: প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু! হোলির আবহে বেরঙিন বলিউড
কিন্তু মেয়ে এবং স্ত্রীকে রেখেই ইহলোক ত্যাগ করলেন সতীশ। আরও কত বছর কাটানোর ছিল মেয়ের সঙ্গে। আরও কত ছবি বানানোর ছিল, অভিনয় করার ছিল তাঁর। কিন্তু সবাইকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা।
দিল্লির গুরুগ্রামে গিয়েছিলেন একটি কাজে। সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশের। দিল্লির হাসপাতালেই ময়নাতদন্ত হবে। তার পর মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে অভিনেতা-পরিচালকের দেহ।
