TRENDING:

Satish Kaushik's Daughter: ২ বছর বয়সি প্রথম সন্তানকে হারানোর ১৬ বছর পর সারোগেসিতে মেয়ে বংশিকার বাবা হন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক

Last Updated:

Satish Kaushik's Daughter: এই বয়সেই সতীশ কৌশিকের মেয়ে বংশিকাকে জটিল পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে জীবন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ১১ বছর বয়সি মেয়ের পক্ষে পিতৃশোক সহ্য করা সহজ কথা নয়। কিন্তু এই বয়সেই সতীশ কৌশিকের মেয়ে বংশিকাকে জটিল পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে জীবন। ইনস্টাগ্রামে বৃহস্পতিবার রাতে তিনি একটি থ্রো ব্যাক ছবি শেয়ার করেছে। সেখানে তাঁকে দেখা যাচ্ছে বাবাকে জড়িয়ে ধরে আছে বংশিকা।
বংশিকার এই পোস্ট দেখে স্বভাবতই নেটিজেনদের মন আর্দ্র
বংশিকার এই পোস্ট দেখে স্বভাবতই নেটিজেনদের মন আর্দ্র
advertisement

বংশিকার এই পোস্ট দেখে স্বভাবতই নেটিজেনদের মন আর্দ্র। বলিউড ফিল্ম জগতের অনেকেই সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন বংশিকাকে। কষ্ট হলেও মন শক্ত করার পরামর্শ দিয়েছেন। বলেছেন বাবা দূর থেকেই তার সঙ্গে আছেন। তাঁকে যেন বংশিকা গর্বিত করতে না ভুলে যায়।

গত ৮ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে প্রয়াত হন সতীশ। তাঁর বন্ধুর হোলি পার্টিতে অংশ নিতে এসেছিলেন তিনি। তার ঠিক আগের দিনই সতীশ মুম্বইয়ে হুল্লোড় করেন জাভেদ আখতার ও শাবানা আজমির হোলি পার্টিতে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ইন্ডাস্ট্রিতে।

advertisement

আরও পড়ুন : ফোড়নের নাম রাঁধুনি, বাঙালি হেঁসেলের এক ও অদ্বিতীয় এই মশলার অঢেল গুণাগুণ জানুন

১৯৮৫ সালে অভিনেতা সতীশ কৌশিক বিয়ে করেন শশী কৌশিককে। তাঁদের প্রথম সন্তান শানু মাত্র ২ বছর বয়সে মারা যায় ১৯৯৬ সালে। তার ১৬ বছর পর ফের বাবা মা হন সতীশ ও শশী। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাঁদের মেয়ে বংশিকার।

advertisement

বংশিকা তার বাবার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাত। তাদের বন্ধুত্বের ছবি ধরা পড়ত সামাজিক মাধ্যমেও। দু’জনের হাসি মজার রিল ভিডিও মাতিয়ে রাখত ইনস্টাগ্রাম। আজ সে সব শুধুই ছবি ও স্মৃতির অ্যালবাম।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Satish Kaushik's Daughter: ২ বছর বয়সি প্রথম সন্তানকে হারানোর ১৬ বছর পর সারোগেসিতে মেয়ে বংশিকার বাবা হন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল