সায়ন্তন তাঁর পরবর্তী ছবি, "যমালয়ে জীবন্ত ভানু" তৈরি করবেন। ইতিমধ্যেই ছবিটি নিয়ে নানা পরীক্ষা-নিরক্ষা করে ফেলেছেন পরিচালক । আর ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে তাঁর একমাত্র পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায় কে। তাঁর মতে , "শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়, বাংলার রূপলি পর্দার জগতে এক অবিস্মরণীয় নাম। যুগের সঙ্গে সব কিছু পাল্টালেও আপামর বাঙালির মনে তাঁর জায়গা আজও আগের মতোই উজ্জ্বল। ১০১ তম জন্ম বার্ষিকীতে তাঁকে আমারা শ্রদ্ধার্ঘ জানাব এমন একটি গল্প দিয়ে যাতে তাঁর অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি তো থাকবেই সঙ্গে সঙ্গে সম সাময়িককালের কিংবদন্তী অভিনেতাদের স্মৃতি ও রঙিন হয়ে উঠবে বাঙালির হৃদয়ে। তাই গল্পের নাম যমালয়ে জীবন্ত ভানু।"
advertisement
আরও পড়ুন: গোয়ালঘর থেকে গায়েব সাত-সাতটি গরু, পাচার যোগ সন্দেহে তোলপাড় বাঁকুড়ায়
তবে যমালয়ে জীবন্ত ভানু কোনও ভাবেই ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। নিজের মতো স্বাধীনভাবে চিত্রনাট্য তৈরি করেছেন সায়ন্তন এবং সেটাই সেলুলয়েডে রূপ পাবে। যেহেতু তথাকথিত বায়োপিক নয় সুতরাং ভানু বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক অভিনেতা বা অভিনেত্রীদের চরিত্রগুলো থাকছে না ছবিতে। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার জন্য টলিউড তিনি শাশ্বত চট্টোপাধ্যায়ের বিকল্প কাউকে খুঁজে পাননি।
আরও পড়ুন: প্রথমে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ! বেলডাঙায় তৃণমূল কর্মী খুন
ইতিমধ্যে শাশ্বত চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের চরিত্রে ধরা দিয়েছেন। অতনু বসুর 'অচেনা উত্তম' ছবিতে কিছু দিন আগেই শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে l শুধু বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারই নন, ২০১৩ সালে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যাযের 'মেঘে ঢাকা তারা' য় শাশ্বত চট্টোপাধ্যায়কে কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে দেখা গিয়েছে। নীলকান্ত বাগচীর চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় দর্শকদের নজর কেড়েছিলেন l শাশ্বত চট্টোপাধ্যায়ের সাবলীল ও নিখুঁত অভিনয় বরাবরই পরিচালক থেকে দর্শক কাররই চোখ এড়ায়নি।
তিনি হিন্দি ছবিতেও যেমন বব বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সেই সঙ্গে কিছুদিন আগেই দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করলেন। এবার ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো অতি জনপ্রিয় চরিত্রেও তিনি সমান জাস্টিস করবেন বলে আশা পরিচালকের। সুতরাং ভানুবাদ্যবাদের ১০১ তম জন্মদিনে দর্শকদের কাছে "যমালয়ে জীবন্ত ভানু" এক বড় উপহার বলা যেতে পারে।