TRENDING:

বাহুবলীর প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার! দীপিকার সঙ্গে তেলেগু ছবির শুটিং শাশ্বতর

Last Updated:

Saswata Chatterjee: শুধু বাংলা সিনেমায় নয়, বলিউডেও নিজের নাম তৈরি করেছেন শাশ্বত। এখন, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, বহুমুখী অভিনেতা শীঘ্রই দক্ষিণে তাঁর অভিনয়ের আত্মপ্রকাশ করবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমরা তাঁকে বছরের পর বছর ধরে নতুন নতুন ভূমিকায় অভিনয় করতে দেখেছি। তর্কাতীতভাবে টলিউডের সবচেয়ে প্রতিভাবান সমসাময়িক অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁকে যে চরিত্রই দেওয়া হোক তিনি মনে রাখার মতো অভিনয় করেন। কুল মাইন্ডেড ঘাতক বব বিশ্বাসের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় কে ভুলতে পারে? শুধু বাংলা সিনেমায় নয়, বলিউডেও নিজের নাম তৈরি করেছেন শাশ্বত। এখন, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, বহুমুখী অভিনেতা শীঘ্রই দক্ষিণে তাঁর অভিনয়ের আত্মপ্রকাশ করবেন।
advertisement

সম্প্রতি এক প্রতিবেদনে অভিনেতা ইঙ্গিত দিয়েছেন যে তিনি একটি তেলেগু ছবিতে অভিনয় করতে চলেছেন। তেলুগু ছবি 'প্রজেক্ট কে'-তে কাজ করছেন দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে। তিনি জানিয়েছেন, “ওখানে বাজেট বলে কিছু নেই। যত লাগবে, দেওয়া হবে। যত দিন ইচ্ছে শ্যুট চলবে। ওদের দর্শকেরা নিজেদের ভাষা এবং শিল্পের প্রতি অনুগত। হিন্দি ছবি দেখবে না, কিন্তু নিজেদের ছবি দেখবে একাধিক বার। তাই টাকাটা বাড়াতে পেরেছে ওরা। কিন্তু বাংলায় সময় লাগবে। এখন ভাল সময় চলছে, কিন্তু আরও দর্শক বাড়াতে হবে। নিজেদের ভাষাটাকে ভালবাসতে হবে। মনে পড়ে, 'জগ্গা জাসুস'-এর শ্যুটে রণবীর বলছে, ''দাদা, আপনে 'সাইরট' মরাঠি ফিল্ম দেখা হ্যায়? বহুত আচ্ছা হ্যায়।'' আমার ভাল লাগল। অত বড় বলি তারকা কিন্তু তাঁদের ভাষার ছবি দেখেন। খারাপ লাগে এটা দেখে, এখানে প্রেক্ষাগৃহে লোকে সারি বেঁধে 'স্পাইডারম্যান' দেখছেন, একটা বাংলা ছবি দেখতে পারছেন না।”।

advertisement

আরও পড়ুন: পরবর্তী হিন্দি ছবি ‘নোটারি’-তে মুখ্য চরিত্র পরমব্রত! শুটিং শুরু সেপ্টেম্বরেই

শাশ্বত মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সূক্ষ্ম রেখা এখন ঝাপসা হয়ে আসছে, “আজকাল ভাষা কোনো সমস্যা নয়। অভিনেতাদের জন্য এটা বাধা হলে এত অফার পাচ্ছি কিভাবে? পরিচালকরা কেন আমাকে কাস্ট করতে চান?"

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান এবং আব্রাহাম

advertisement

প্রসঙ্গত, সম্প্রতি সায়ন্তন ঘোষালের থ্রিলার 'স্বস্তিক সংকেত'-এ নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। শাস্বতা স্বীকার করেছেন যে চরিত্রটির জন্য প্রস্তুতি নেওয়ার সময় তিনি নার্ভাস ছিলেন। তিনি বলেন, “আমাকে এমন একটি বাঙালি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল যাকে সমগ্র জাতি স্যালুট করে। আমি জানি আমি প্রতিটি দৃশ্যে নেতাজি হয়ে উঠতে পারিনি তবে আমি আমার অভিনয় দক্ষতা এবং মনোভাব ব্যবহার করে অনস্ক্রিনে যথাসাধ্য চেষ্টা করেছি। আমি নেতাজির পুরনো ফুটেজ দেখতাম এবং নকল করতাম।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলীর প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার! দীপিকার সঙ্গে তেলেগু ছবির শুটিং শাশ্বতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল