পরিচালক সায়ন্তন ঘোষাল ভানু বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে ছবি বানাতে চলেছেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১ তম জন্মদিন উপলক্ষেই সয়ন্তনের এই ভাবনা।
পরবর্তী ছবি "যমালয়ে জীবন্ত ভানু"। আর ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে তাঁর একমাত্র পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায় কে।
advertisement
আরও পড়ুন: 'এমন সব গালি দিয়েছেন, মুখে আনতে পারব না', মাইক টাইসন সম্পর্কে বিস্ফোরক বিজয়
ইতিমধ্যেই অতনু বসুর 'অচেনা উত্তম' ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে মহানায়ক উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'মেঘে ঢাকা তারা' ছবিতে পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর বাংলা সিনেমার আরেক স্তম্ভ ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে কাজ করবেন অভিনেতা।
আরও পড়ুন: প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়
হিন্দি ছবিতেও বব বিশ্বাসকে ভুলতে পারবেন না কখনও কেউ। ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১তম জন্মদিনের বছরে "যমালয়ে জীবন্ত ভানু" শাশ্বতর এক বিশেষ উপহার বলা যায়।