TRENDING:

Sara Tendulkar: সচিনের মেয়ে সারা এবার বলিউডে? ভাইরাল ভিডিও ঘিরে বিরাট শোরগোল, দেখুন

Last Updated:

Sara Tendulkar: সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে অনেকে লেখেন, যেন রাজকন্যার মতো লাগছে সারাকে। বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে শোনা যায়, অভিনয়ে নামছেন সারা তেন্ডুলকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সচিন তেন্ডুলকরের মেয়ে সারা কি অভিনয়ে নামছেন? ভাইরাল ভিডিও ঘিরে বিরাট শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বুধবার মুম্বইয়ের পালি হিল এলাকায় একটি ভ্যানিটি ভ্যান থেকে বের হতে দেখা যায় সারাকে। আর তারপর থেকেই সেই ভিডিও ঘিরে জল্পনা শুরু হয়েছে। সারা কি তবে বলিউডে অভিনয় করছেন?
সারা তেন্ডুলকর
সারা তেন্ডুলকর
advertisement

একটি নীল মিনি ড্রেসে দারুণ দেখাচ্ছে সারাকে। ফ্যানেরাও তাঁকে দেখে ছবি তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে অনেকে লেখেন, যেন রাজকন্যার মতো লাগছে সারাকে। বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে শোনা যায়, অভিনয়ে নামছেন সারা তেন্ডুলকর।

আরও পড়ুন: সস্তার বৌ শাক আসলে দামি, জব্দ করবে ডায়াবেটিস থেকে হৃদরোগ! মুঠো মুঠো ওষুধ ভুলবেন!

advertisement

টেল্লি চক্করের একটি রিপোর্টে কিছুদিন আগেই দাবি করা হয়, সারা বলিউডে অভিনয় করার জন্য তৈরি হচ্ছেন। একাধিক ব্র্যান্ডের মুখও হয়ে উঠেছেন ইতিমধ্যেই। এবার তাঁর অভিনয় শুরুর পালা।

আরও পড়ুন: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন সারা তেন্ডুলকর৷ সচিনের মেয়ে হিসেবে তো বটেই, ইদানিং শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়৷ সারার ইনস্টাগ্রামের ছবিও উঠে আসেছে খবরে৷ কারণ তিনি এতটাই মোহময়ী যে তাঁর ছবি থেকে মুখ ফেরানো যায় না৷ সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরের ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও থেকেও বেশি ফলোয়ার রয়েছে সচিন কন্যার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Tendulkar: সচিনের মেয়ে সারা এবার বলিউডে? ভাইরাল ভিডিও ঘিরে বিরাট শোরগোল, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল