TRENDING:

Sara Ali Khan | Vicky Kaushal | Viral Video: ভিকির সামনেই সারাকে কী ইশারা করলেন ইউটিউবার? শেষে গুটকা কাণ্ড! হু-হু করে ভাইরাল ভিডিও

Last Updated:

Sara Ali Khan | Vicky Kaushal | Viral Video: এই ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না কী ঘটেছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ছবি ‘যারা হাটকে, যারা বাঁচকে’! এই ছবি এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৩৭.৪ কোটি টাকার ব্যবসা করেছে। আর হবেই না বা কেন? সারা ও ভিকির জুটি দেখেই মানুষ ছুটে গিয়েছেন এই ছবি দেখতে। সারা আলি খান বলিউডের তরুণ তুর্কিদের মধ্যে সব থেকে উজ্জ্বল অভিনেত্রী! সেই সঙ্গে ভিকিও প্রথম ছবি থেকে দেখিয়েছেন নিজের দক্ষতা! এই দুইয়ের জুটি তো ধামাকাদার হতেই হত। এই ছবির জন্য বহু জায়গায় প্রচারে গিয়েছেন সারা আলি খান ও ভিকি কৌশল। আর এর মধ্যেই এক ভিডিও হয়েছে তুমুল ভাইরাল।
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ক্রপ টপ ও নীল জিন্স পরে দাঁড়িয়ে আছেন সারা আলি খান। পাশেই নীল জ্যাকেট পরে ভিকি কৌশল। ছবির প্রচারে গিয়েছেন তাঁরা। ফ্যানেদের দেখে হাত দেখাচ্ছেন সারা ও ভিকি! এই পর্যন্ত তো ঠিক আছে। এই ভিডিও অনেকেই দেখেছেন। কিন্তু এর পরেই মজার কাণ্ড ঘটিয়েছেন এক ইউটিউবার। তার নাম মেহতাব খান। কম বয়সী এই ইউটিউবার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। তবে সারার এই ভিডিওতে তিনি যা করলেন, দেখলে হেসে খুন হবেন!

advertisement

সারা ও ভিকির ভিডিওটির সঙ্গে নিজের একটি মজাদার ভিডিও জুড়েছেন এই ইউটিউবার। ভিডিওতে সারা ও ভিকি ওপরে দোতলায় দাঁড়িয়ে হাত নাড়ছেন। আর নীচে তাকালেই দেখা যাচ্ছে এই ইউটিউবারকে। তিনি গুটকার প্যাকেট দেখাচ্ছেন সারা ও ভিকিকে।

আরও পড়ুন:

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

মজার বিষয় হল এই দুটো ভিডিও এত সুন্দর মিলে গেছে। যে দেখে মনে হচ্ছে সত্যিই সারা ও ভিকিকে গুটকা দেখাচ্ছেন ওই যুবক। আসলে কিন্তু শুধু মাত্র আলাদা আলাদা দুটো ভিডিও জোড়া হয়েছে। এই ভিডিও এখন তুমুল ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan | Vicky Kaushal | Viral Video: ভিকির সামনেই সারাকে কী ইশারা করলেন ইউটিউবার? শেষে গুটকা কাণ্ড! হু-হু করে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল