ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ক্রপ টপ ও নীল জিন্স পরে দাঁড়িয়ে আছেন সারা আলি খান। পাশেই নীল জ্যাকেট পরে ভিকি কৌশল। ছবির প্রচারে গিয়েছেন তাঁরা। ফ্যানেদের দেখে হাত দেখাচ্ছেন সারা ও ভিকি! এই পর্যন্ত তো ঠিক আছে। এই ভিডিও অনেকেই দেখেছেন। কিন্তু এর পরেই মজার কাণ্ড ঘটিয়েছেন এক ইউটিউবার। তার নাম মেহতাব খান। কম বয়সী এই ইউটিউবার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। তবে সারার এই ভিডিওতে তিনি যা করলেন, দেখলে হেসে খুন হবেন!
advertisement
সারা ও ভিকির ভিডিওটির সঙ্গে নিজের একটি মজাদার ভিডিও জুড়েছেন এই ইউটিউবার। ভিডিওতে সারা ও ভিকি ওপরে দোতলায় দাঁড়িয়ে হাত নাড়ছেন। আর নীচে তাকালেই দেখা যাচ্ছে এই ইউটিউবারকে। তিনি গুটকার প্যাকেট দেখাচ্ছেন সারা ও ভিকিকে।
আরও পড়ুন:
মজার বিষয় হল এই দুটো ভিডিও এত সুন্দর মিলে গেছে। যে দেখে মনে হচ্ছে সত্যিই সারা ও ভিকিকে গুটকা দেখাচ্ছেন ওই যুবক। আসলে কিন্তু শুধু মাত্র আলাদা আলাদা দুটো ভিডিও জোড়া হয়েছে। এই ভিডিও এখন তুমুল ভাইরাল।